১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুষ্টিয়া ও নড়াইলে কিশোর চালকসহ ২ জনকে হত্যা

-

নড়াইলের লোহাগড়া ও কুষ্টিয়া সদর উপজেলার পল্লীতে পৃথক দুটি ঘটনার এক কিশোরসহ ২ জন নিহত এবং অপর ৭ জন আহত হয়েছেন।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশায় ছুরিকাঘাতে ফয়সাল মুন্সী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপাশা এলাকার মারকাজুল মাদরাসার উত্তরপাশের সড়ক থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফয়সাল লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় ইজিভ্যান চালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার রাতে বাড়ি ফেরার পথে স্থানীয়রা পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের লাশ দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিশোরের লাশ উদ্ধার করে। পরে তার পরিচয় উদঘাটন করে পুলিশ।
এ দিকে নিহত ফয়সালের বাবা আহমেদ মুন্সী জানান, তার ছেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হওয়ার পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার ধারণা ফয়সালকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের আশপাশেও ভ্যানটি দেখা যায়নি। ফয়সাল বেকারির মালামাল বিভিন্ন মুদি দোকানে দিত। ঘটনার দিনও বাড়ি থেকে বের হয়ে মুদি দোকানে মালামাল দিয়েছে।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া সদর উপজেলার পল্লীতে কুলখানিতে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে বকুল বিশ্বাস (৫৬) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে ইবি থানার হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বকুল বিশ্বাস হাতিয়া গ্রামের আত্তাব বিশ্বাসের ছেলে।
জানা যায়, ওই গ্রামের পূর্বপাড়ার মরহুম আজিজুল মাস্টারের স্ত্রী গত ৯ মে ইন্তেকাল করেন। তিনি ছিলেন নিঃসন্তান দম্পত্তি সোমবার তারা পারিবারিকভাবে কুলখানি ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রায় আড়াইশ’ মানুষের খাওয়ানোর ব্যবস্থা ছিল। কুলখানি অনুষ্ঠানটি দিনে শান্তিপূর্র্ণভাবে শেষ হলেও রাত ৯টার দিকে এলাকার সমাজের মানুষদের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে একই গ্রামের শাজাহান বিশ্বাস ও রাজ্জাক মেম্বরের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এতে উভয়ের মধ্যে বড় আকারে সংঘর্ষ বাধে। এ সময় লাঠির আঘাতে বকুল বিশ্বাস মারাত্মক জখম হয়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। এলাকায় উত্তেজনা বিরাজ করায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা যায়। এ ঘটনায় মানিক মেম্বারসহ আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরো সাতজন। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ব্যাপারে ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানা যায়।


আরো সংবাদ



premium cement
ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি

সকল