বিলাসবহুল রেলযাত্রা
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৫ মে ২০২৪, ০২:০২
ট্রেন চলা শুরুর পর ধীরে ধীরে সরে যাবে শহরের উঁচু দালানকোঠা।
জানালা দিয়ে এর বদলে দেখা যাবে প্রকৃতির রূপবৈচিত্র্য। সাড়ে ৪ ঘণ্টার যাত্রাপথে বেশি নজর কাড়বে সাগর আর পাহাড়ের অপরূপ দৃশ্য। বিলাসবহুল এই ট্রেনভ্রমণের সুযোগ মিলবে ভিয়েতনামে। একমুখী যাত্রার খরচটাও নেহাত কম নয়, ৪২০ ডলার। আর আসা-যাওয়ার জন্য মোট গুনতে হবে ৮৪০ ডলার।
রেল বিশেষজ্ঞদের মতে, ইদানীং বিলাসবহুল ভ্রমণে অভ্যস্তরা ট্রেনের দিকে ঝুঁকে পড়ছেন। বিশ্বজুড়ে এই ধীর ও উপভোগ্য ভ্রমণের প্রতি আগ্রহী হচ্ছেন পর্যটকরা। আর এই সুযোগ তৈরি করছে বিখ্যাত হোটেল ব্র্যান্ড অনেন্তরা। এটি দক্ষিণ ভিয়েতনামের দুই জনপ্রিয় পর্যটন গন্তব্য না ত্রাং ও কুয়াই ননকে সাড়ে ৪ ঘণ্টার একটি নতুন ও বিলাসবহুল ট্রেনযাত্রার মাধ্যমে যুক্ত করছে। এ ধরনের প্রথম ট্রেনযাত্রার সুযোগ তৈরি করে অনেন্তরা ২০২০ সালে। ‘দ্য ভিয়েটেজ বাই অনেন্তরা’ নামের ৬ ঘণ্টার ট্রেন যাত্রায় দা নং থেকে কুয়াই নন পর্যন্ত যাওয়া যায়। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
অনেন্তরার ভিয়েতনামে জনসংযোগ ও বিপণন শাখার প্রধান কেট জোনস সিএনএনকে জানান, নতুন ট্রেনটি আগের রুটের উল্টো দিকে যাচ্ছে। ভিয়েতনামের আরো সুন্দর সুন্দর দৃশ্য পর্যটকদের সামনে উন্মুক্ত করে দেয়াই এর উদ্দেশ্য। ট্রেনগুলো ঘণ্টায় গড়ে ৫১.৯ কিলোমিটার (৩২.২ মাইল) গতিতে চলে। আর এতে মনোমুগ্ধকর একটি ভ্রমণ করতে করতে ট্রেন থেকে বিনামূল্যে পরিবেশন করা স্থানীয় ক্যাভিয়ার, চিজ, সেরা মানের ভিয়েতনামের চা দিয়ে বিকেলের নাশতাটা করতে পারবেন ধীরে-সুস্থে। উভয় রুটে অতিথিরা বিনা মূল্যের স্ন্যাক্স, ওয়াইন, ককটেল, চা, কফি, কোমল পানীয় পাবেন। পাশাপাশি ১৫ মিনিট মাথা ও কাঁধে ম্যাসেজের একটা পর্বও আছে। দ্য ভিয়েটেজ ট্রেনগুলোয় বার, বিশ্রামাগার সুবিধা এবং দুটি করে আসন রয়েছে এমন ছয়টি ব্যক্তিগত বুথ রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা