ঝড়ে গফরগাঁও ও রূপগঞ্জে ৭ শ’ শিক্ষার্থীর পাঠদানে বিঘ্ন
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৪ মে ২০২৪, ০১:৩১
ময়মনসিংহের গফরগাঁও ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি স্কুল অ্যান্ড কলেজ পুনঃনির্মাণের উদ্যোগ না নেয়ায় প্রায় সাত শতাধিক শিক্ষার্থীর পাঠদানে বিঘœ ঘটছে।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে বড় রেইন-ট্রি উল্টে গিয়ে ২০১৭ সালে স্থাপিত ৯৭ নম্বর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির শ্রেণিকক্ষ ধসে গেছে। এর ফলে তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দ্রুত গাছটি সরিয়ে শ্রেণিকক্ষগুলো সংস্কার বা নির্মাণ না করা গেলে স্কুলটির শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।
সরেজমিন গতকাল সোমবার সকালে ঝড়ে ক্ষতিগ্রস্ত লামকাইন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ঝড়ের পর দু’টি কক্ষে শিক্ষার্থীদের গাদাগাদি করে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ঝড়ে ভেঙে পড়া ঘরগুলো সংস্কার না করায় এখন দু’টি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসানো হচ্ছে। গরমে বেশি শিক্ষার্থীর কারণে লেখাপড়ায় বিঘœ হচ্ছে।
প্রধান শিক্ষক মো: এমদাদুল হক বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে স্কুলমাঠের বড় রেইন-ট্রি ভেঙে স্কুলভবনের শ্রেণিকক্ষেরে উপর পড়েছে চার/পাঁচ দিন হলো। এর পর থেকে অন্য শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের একসাথে পাঠদান করানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। তাই স্কুলভবন থেকে রেইন-ট্রি সরিয়ে শ্রেণিকক্ষগুলো দ্রুত মেরামত করা জরুরি। এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: সবুজ মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। তবে বিদ্যালয়টির শিক্ষার্থীদের পাঠদান যাতে ব্যাহত না হয়, ইউএনও স্যারের সাথে কথা বলে দ্রুতই সেই ব্যবস্থা নেয়া হবে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়গঞ্জের রূপগঞ্জে গত ২ মে রাতে কালবৈশাখী ঝড়ে কামসাইর ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজটি ক্ষতিগ্রস্ত হয়। ৪০ ফিট করে দুই পাশে প্রায় ৮০ ফিট লম্বা টিনের চালসহ বেড়া লণ্ডভণ্ড করে দেয়। এতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল অ্যান্ড কলেজটি ২০১৩ সালে স্থাপিত হয়েছে ও প্রায় ৪৫০ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান হচ্ছে। ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর গ্রামে অবস্থিত। স্কুলটি ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত, যার ইআইআইএন নাম্বার ১৩৯৪৫৬। স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ দিন ধরে; কিন্তু এখনো কোনো মেরামত করা হয়নি। এতে প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি বলেন স্কুলের অ্যাকাউন্টে কোনো টাকা নেই এবং কারো কাছে আর্থিক কোনো সহযোগিতা না পাওয়ায় স্কুলটি মেরামত করতে পারছি না। এতে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে স্কুলের খোলা মাঠে এবং বারান্দায়। যার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা