১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্ব মা দিবসে ‘গণতন্ত্রের মা’কে মুক্তি দিন : রিজভী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা : নয়া দিগন্ত -


বিশ্ব মা দিবসে ‘গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রোববার বিশ্ব মা দিবস। বাংলাদেশের মানুষের সবচেয়ে আপনজন, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। সরকারপ্রধান প্রতিহিংসাপরায়ণবশত দেশমাতাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে কারারুদ্ধ করে রেখেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার রিপোর্টেও এই তথ্য উঠে এসেছে।
গতকাল রোববার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলনটি যুবদলের পক্ষ থেকে ডাকা হয়।
রিজভী বলেন, আজ আমাদের হৃদয় বিদীর্ণ হচ্ছে কষ্টে। অবর্ণনীয় কষ্টে আছেন ‘গণতন্ত্রের মা’। উপযুক্ত চিকিৎসা বঞ্চিত মাকে অতি জরুরি সুচিকিৎসার জন্য বিদেশেও যেতে দিচ্ছেন না সরকার। সরকার শুধু ক্ষমতা দখলে রাখার জন্য ৭৮ বছরের একজন প্রৌঢ় মহীয়সী নারী, যিনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য আজীবন লড়ে যাচ্ছেন, তাকে অন্যায়ভাবে ফরমায়েশি রায়ে বন্দী রেখে চরমতম মানসিক ও শারীরিক শাস্তি দিচ্ছে। আজ সর্ববিদিত যে তাকে হত্যা করতে চায় সরকার।’
তিনি বলেন, ‘বিশ্ব মা দিবসে’ সরকারপ্রধানের প্রতি আহ্বান, বারবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শুধু প্রতিহিংসাবশত এমন নিষ্ঠুর আচরণের অবসান ঘটান। তাকে মুক্তি দিন। সুচিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দিবেন না।

রাজনৈতিক বন্দীদের বিষয় উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, পাকিস্তান আমল বা ব্রিটিশ শাসনেও এই দেশের রাজনৈতিক বন্দীদের প্রতি এমন বর্বর আচরণ করা হয়নি। আওয়ামী সরকারের চেয়ে ব্রিটিশরাও অনেক মানবিক ছিল। অবৈধ ক্ষমতা দখলে রাখতে গিয়ে মানবিকতা, সভ্যতা, ভদ্রতা, ন্যায়নীতি আর বিসর্জন দিবেন না। ক্ষমতা, মানুষের জীবন স্থায়ী নয়। সময় অসময় হতে সময় নেয় না! কারো মৃত্যু ঘটানোর চেষ্টা করা আমাদের ধর্মে মহাপাপ হিসেবে গণ্য। তিনি বলেন, প্রকৃতির বিচার খুবই মারাত্মক এবং অনিবার্য। যার যার কর্মের প্রাপ্তি প্রকৃতি থেকে আপনা আপনিই নেমে আসবে। আসুন, আমরা মানবিক হই। ঘৃণার পরিবর্তে ভালোবাসতে শিখি। মানুষের জন্য, সমাজের জন্য ঘৃণার রাজনীতি থেকে অবসর নেই। বাংলাদেশের মানুষের মাতা দেশনেত্রীকে মুক্তি দিন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ফিরোজ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রমুখ।
এর আগে রোববার সকালে শেরেবাংলা নগর জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আপনারা বলেছেন, আমাদের পাশে কেউ থাকুক না থাকুক পার্শ্ববর্তী দেশ আপনাদের ক্ষতায় বসিয়েছে। আপনাদের এ দেশের জনগণ লাগে না। আপনাদের ঘাড়ে আরব্য রজনির দৈত্য বসে আছে, যাদের নির্দেশে আপনারা চলছেন। তিনি বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশ যে চার দিক থেকে ধসে যাচ্ছে তা হতো না। আজকে পত্রিকায় এসেছে প্রয়োজনীয় রিজার্ভ ১৮ মিলিয়ন ডলালের নিচে নেমে এসেছে। মানুষ প্রয়োজনীয় খাবার আমদানি করতে পারছে না। পাশাপাশি যে ঋণ নেয়া হয়েছে তাতে সুদ দিতে হবে এক লাখ কোটি ডলার। ঋণের টাকা পরিশোধ করবে নাকি জনগণের উন্নয়নে কাজ করবে। কারণ আপনাদের ঘাড়ে যে আরব্য রজনির দৈত্য বসে আছে তাদের নির্দেশে আপনারা কাজ করছেন জনগণকে ত্যাজ্য করে। জনগণকে তালাক দিয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন।
এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, সিনিয়র সহ-সভাপতি সুরাইয়া বেগম, সহ-সভাপতি রেহানা ইয়াসমিন ডলি, হাসিনা আলম হাসি, খালেদা আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement