১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ

দাখিল পরীক্ষার ফলাফলে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় শিক্ষার্থীদের উল্লাস : নয়া দিগন্ত -


এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মাদরাসা বোর্র্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ। মাদরাসা বোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ২০৬ জন। মোট পাস করেছে দুই লাখ ২৬ হাজার ৭৫৪ জন। দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল দুই লাখ ৮৪ হাজার ৬৬৫ জন। এর মধ্যে ছাত্র ছিল এক লাখ ৩৯ হাজার ৪০৭ জন আর ছাত্রী ছিল এক লাখ ৪৫ হাজার ২৫৮ জন। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ছাত্র এক লাখ ৯ হাজার ৭১৪ জন আর ছাত্রী এক লাখ ১৭ হাজার ৪০ জন। ছাত্রদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ৭৩৯ জন আর ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে সাত হাজার ৪৬৭ জন। এ বছর মাদরাসা বোর্ডের অধীনে মোট প্রতিষ্ঠান অংশ নেয় ৯ হাজার ৭১টি মাদরাসা। মোট কেন্দ্র ছিল ৮১৮টি।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দাখিলে রেকর্ড সংখ্যক ৮৫৭ জন জিপিএ ৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। মাদরাসার তিনটি ক্যাম্পাস হলো তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা (বালক ও বালিকা) টঙ্গী ক্যাম্পাস, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা যাত্রাবাড়ী ক্যাম্পাস। তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা মাতুয়াইল-ডেমরা। এ ফলাফল প্রকাশের পর মাদরাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাস থেকে ৭৬২ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৫৫৭ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৩৯৪ জন। সাধারণ বিভাগে ২৯০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৬৩ জন।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার মীরহাজীরবাগ ক্যাম্পাস থেকে এবার ৩৬৯ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১৯৯ জন জিপিএ ৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮৮ পরীক্ষার্থীর মধ্যে ১৫৯ জন জিপিএ ৫ পেয়েছে। সাধারণ বিভাগে ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪০ জন।
তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা ঢাকার মাতুয়াইল থেকে এ বছর ২১০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১০১ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৭ জন। সাধারণ বিভাগে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৪ জন।

দাখিলে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় জিপিএ ৫ পেয়েছে ৫৫৭ জন
গাজীপুর মহানগর প্রতিনিধি জানায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জনই জিপিএ ৫ পেয়েছে। রোববার এ ফলাফল প্রকাশের পর মাদরাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার শুরু হয়। অপর দিকে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত আরো দু’টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবারের মতো এবারো ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এদের মধ্যে ঢাকা যাত্রাবাড়ীস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ৩৬৬ জন দাখিল পরীক্ষার্থীর ১৯৯ জন জিপিএ ৫ এবং ঢাকার মাতুয়াইলে অবস্থিত তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার ২০৫ জন পরীক্ষার্থীর ১০১ জনই জিপিএ ৫ প্রাপ্তিসহ শতভাগ উত্তীর্ণ হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভালো ফলাফলের জন্য তা’মীরুল মিল্লাত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মিজানুর রহমান এ জন্য মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন। তিনি উল্লেখ করেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এ ফলাফলের পিছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরো ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্ররা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, দেশে যখন ইসলামী শিক্ষাব্যবস্থার জন্য নানা সীমাবদ্ধতা ও সঙ্কীর্ণতা তৈরি হয়েছে তখনও তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রতি দেশ ও জাতি গভীর আস্থা রেখেছে। ফলশ্রুতিতে ২০২৩-২৪ সেশনে আলিম প্রথম বর্ষে প্রায় এক হাজার ছয়শত ছাত্রছাত্রী তা’মীরুল মিল্লাত মাদরাসায় ভর্তি হয়েছে। জাতির এ বিশাল আমানত রক্ষায় তিনি আল্লাহ তা’আলার নিকট তাওফিক ও দেশবাসীর কাছে দু’আ কামনা করেন।
গাজীপুর জেলায় টঙ্গীর সফিউদ্দিনই সেরা : প্রায় প্রতিবারের ন্যায় এবারো গাজীপুর জেলায় সেরা ফলাফল অর্জন করেছে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির মোট ৭০৭ জন এসএসসি পরীক্ষার্থীর সবাই এ বছর উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪১৩ জন। টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের মোট ৪১৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৪ জন। পাসের হার ৯৭ ভাগ। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের মোট ৫০১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৩ জন। পাসের হার শতকরা ৯৩.৬২ ভাগ।


আরো সংবাদ



premium cement
টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার

সকল