১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
চট্টগ্রাম অঞ্চল জামায়াতের সম্মেলন

ফিলিস্তিনে অবিলম্বে ইসরাইলি নৃশংসতা বন্ধ করতে হবে : ডা: শফিক

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল কর্মপরিষদ সদস্য সম্মেলনে বক্তব্য রাখছেন ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত -


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধ করতে হবে; অন্যথায় বিশ্বব্যাপী যে সঙ্কট ও সংঘর্ষ শুরু হবে কোনো পরাশক্তি তা রোধ করতে পারবে না। ফিলিস্তিনকে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্তের আলোকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দান করা আজ সময়ের বাস্তবতায় পরিণত হয়েছে। রাষ্ট্রের পূর্ণ মর্যাদা না দিয়ে সাময়িক সমাধান নির্যাতিত ফিলিস্তিনবাসীদের সাথে প্রহসন ছাড়া আর কিছুই নয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল আয়োজিত জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জামায়াত আমির আরো বলেন, জামায়াতে ইসলামী এ দেশের মাটি ও মানুষের মনোভাব ও আকাক্সক্ষাকে বুকে ধারণ করে রাজনৈতিক, সামাজিক ও দ্বীনি কার্যক্রম পরিচালনা করে আসছে। ইসলামী আদর্শ ও চিন্তা-চেতনার ভিত্তিতে পরিচালিত সংগঠনের কর্মসূচি ও কর্মপন্থা বাস্তবায়নে আমরা তথাকথিত কোনো শক্তি-অপশক্তির ওপর নির্ভর না করে মহান আল্লাহর শক্তিতে বিশ্বাস ও নির্ভরতাকেই প্রাধান্য দিয়ে থাকি। আমাদের কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে আমরা আপসহীন।

তিনি আরো বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ নানা সঙ্কটে নিপতিত। গণতন্ত্র, মানবাধিকার, রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের ন্যূনতম মান আজ নেই বললেই চলে। নিয়ন্ত্রিত গণতন্ত্র ও আ’লীগের ফ্যাসিবাদী মনোভাবের কারণে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে যায় না। এ অবস্থা দীর্ঘ দিন চলতে থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সঙ্কটে পড়বে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হবে। এহেন পরিস্থিতির মুখোমুখি হতে দেশবাসী চায় না।
গত শনিবার অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম।
আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছান উল্লাহ, অধ্য আমিরুজ্জামান, মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যক্ষ নূরুল আমীন, রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক আবদুল আলিম, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন, বান্দরবান জেলা আমির মাওলানা আবদুস সালাম প্রমুখ। সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের সব জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যরা অংশ নেন।


আরো সংবাদ



premium cement