১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
লিভ টু আপিল খারিজ

জাপা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই

-

জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের কার্যক্রম চালাতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট ওয়াজি উল্লাহ। তিনি বলেন, আপিল বিভাগ বাদির লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। এর ফলে জিএম কাদেরের দলীয় কার্যক্রম করতে আর কোনো বাধা রইল না। তিনি এখন থেকে দলের গঠনতন্ত্র অনুযায়ী সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
আদালতে জিএম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী ওয়াজি উল্লাহ ও শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এম সাঈদ আহমেদ রাজা। এর আগে গঠনতন্ত্র অনুযায়ী জাপা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করা হয়।
গত ৫ ফেব্রুয়ারি তিনি জাপা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন বলে আদেশ দেন হাইকোর্ট। জিএম কাদেরের দায়িত্ব পালনে নিম্ন আদালতের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন এবং সেই সাথে নিষেধাজ্ঞার ওই আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি মো: আব্দুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
এর পর গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়। গত বছরের ৪ অক্টোবর জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলাটি করেন।

 


আরো সংবাদ



premium cement
খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত

সকল