চাকরির বয়সসীমা ৩৫ এর আন্দোলনে পুলিশের লাঠিচার্জ
- নিজস্ব প্রতিবেদক
- ১২ মে ২০২৪, ০০:০৫, আপডেট: ১২ মে ২০২৪, ০০:৩২
রাজধানীর শাহবাগে পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে গেছে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ। পুলিশের লার্টিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, ঘটনাস্থল থেকে ১৩ বিক্ষোভকারীকে নিয়ে গেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরির বয়স ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদ’র ব্যানারে সমাবেশ করে আন্দোলনকারীরা। এরপর বিকেলে গণভবন অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই অবরোধ করে রাস্তায় বসে পড়ে আন্দোলনকারী। এ সময় শাহবাগ ও আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় পুলিশ ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে শাহবাগ থেকে গিয়ে ফের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে অবস্থান নেন। পরে পুলিশ সেখান থেকে রিমা আক্তার, আজম মোহাম্মদ, মানিক দাস, হুমায়ুন কবির, শারমিন আক্তার, রাসেল আহমেদসহ কমপক্ষে ১২ জনকে আটক করা হয় দাবি করেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো: আখতারুল ইসলাম বলেন, চাকরিপ্রত্যাশীরা বিচ্ছিন্নভাবে শাহবাগ অবরোধ করেন এবং কেরোসিন ঢেলে রাস্তায় বিশৃঙ্খলা সৃিষ্টর চেষ্টা করেন। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দেই। এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
সমাবেশে ডাকসুর সাবেক জিএস গোলাম রব্বানী বলেন, আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত বিশ্বে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা দক্ষ জনশক্তিতে যাদের রোল মডেল মনে করি সেই চীনসহ আমাদের সার্কভুক্ত দেশ পাকিস্তান ছাড়া সব দেশেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪৫ এর মধ্যে। ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম আমরা সবসময় অনুসরণ করি। তাহলে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেন ভারতের মতো আমাদের দেশেও ৩৫ হবে না? তিনি বলেন, সরকারের বাধা কোথায়, কষ্ট কোথায়, ক্ষতি কোথায় সেটা আমার মাথায় আসে না। অনেকে মনে করে চাকরিতে দেরি করে প্রবেশ করলে আবার নতুন করে অবসরে যাওয়ার বয়স বাড়াতে হবে। কিন্তু আমরা স্পষ্ট করতে চাই চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হলেও চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর প্রয়োজন নেই। অন্তত আমাদের আশার প্রদীপটা জ্বালিয়ে রাখতে দেন। মানুষের মধ্যে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে। আমরা আশায় বাঁচতে চাই। আমরা কোনো অন্যায্য সুবিধা বা অন্যায্য দাবি জানাচ্ছি না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা