২০২৫ সালের মধ্যে জাতিসঙ্ঘ মিশন প্রত্যাহারের আহ্বান ইরাকের
- নয়া দিগন্ত ডেস্ক
- ১২ মে ২০২৪, ০০:০৫
২০২৫ সালের মধ্যে দেশটিতে থাকা জাতিসঙ্ঘের কয়েক দশকের রাজনৈতিক মিশন শেষ করার আহ্বান জানিয়ে ইরাক সরকার বলেছে, ইরাকে বাহিনীটির আর প্রয়োজন নেই। গত শুক্রবার ফরাসি গণমাধ্যম এএফপি তাদের হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে এ কথা জানিয়েছে। নিরাপত্তা পরিষদে পাঠানো নথিতে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ধারাবাহিকভাবে ইরাক সরকারের ‘ইতিবাচক উন্নয়ন এবং অর্জনের’ পাশাপাশি জাতিসঙ্ঘ মিশনের ম্যান্ডেট পূরণ করার কথা তুলে ধরেছেন। এএফপি।
তিনি বলেন, ইরাকের জন্য জাতিসঙ্ঘের সহায়তা মিশন (ইউএনএএমআই) ‘বড় ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ’ মোকাবেলা করেছে। ফলে ‘ইরাকে কোনো রাজনৈতিক মিশন থাকার ভিত্তি’ এখন আর বিদ্যমান নেই। ২০০৩ সাল থেকে মিশনটি ইরাকে বিদ্যমান রয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মিশনটি তুলে নেয়ার আহ্বান জানিয়ে আল-সুদানি সুনির্দিষ্টভাবে বলেছেন, এ সময়ের মধ্যে মিশনটি শুধু ‘অর্থনৈতিক সংস্কার, পরিষেবা ব্যবস্থা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য উন্নয়ন খাত’ সম্পর্কিত বিষয়গুলো ফোকাস করবে।
ইউএনএএমআই ২০০৩ সালে ইরাকি সরকারের অনুরোধে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি প্রতি বছর নবায়ন করা হয়। মিশনটি সরকারকে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার পাশাপাশি নির্বাচন এবং নিরাপত্তা খাতের সংস্কারে সহায়তা করার পরামর্শ দেয়। এ মাসের শেষে মিশনটির বর্তমান ম্যান্ডেটের মেয়াদ শেষ হতে চলায় আগামী সপ্তাহে এর নবায়ন করা নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনার কথা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা