১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সড়ক দুর্ঘটনায় ব্যান্ডশিল্পী পিয়াল নিহত

-

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যান্ড দল অড সিগনেচারের সদস্য আহাসান তানভীর পিয়াল (২৬) ও মাইক্রোবাসের চালক আবদুস সালাম (৪৩) নিহত হয়েছেন। দুর্ঘটনায় ব্যান্ড দলটির আরো তিন সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন সাকিন (২৬), আকিব (২৬) ও অমিতাভ (২৭)।
গতকাল ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। তারা সিলেটের এমসি কলেজের একটি অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি সিলেটের দিকে যাচ্ছিল। অন্যদিকে সিলেট থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছানোর পর গাড়ি দু’টির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের চালক আবদুস সালাম ও তাঁর পাশের আসনে বসা আহাসান তানভীর পিয়াল। স্থানীয় লোকজন মাইক্রোবাসের ভেতর থেকে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস কেটে দুইজনের লাশ উদ্ধার করেন। এর আগেই বাসটি পালিয়ে যায়।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, হানিফ পরিবহনের ওই বাসটি ভুলতা এলাকা থেকে আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক।


আরো সংবাদ



premium cement