ফরিদপুরে ৪ জনসহ নিহত ১০
- নয়া দিগন্ত ডেস্ক
- ১২ মে ২০২৪, ০০:০৫
সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে ৪ জনসহ দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়েছেন।
ফরিদপুর প্রতিনিধি ও ভাঙ্গা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভাঙ্গা কে এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। গতকাল শনিবার সকালে উপজেলার হামিরদী ও কৌডুবি সদরদী এলাকায় পৃথক এ দু’টি সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার হামিরদী এলাকায় একটি ইটবোঝাই ট্রাকের সাথে মোটসাইকেলের সংঘর্ষ হয়। এতে হাসপাতালে নেয়ার পরে তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেনÑ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা কুহালদিয়ার সিরাজুল ইসলামের ছেলে আবুল কাশেম শেখ (৪০), তার ভাই নাজমুল শেখ (৩৫) ও ৮ বছর বয়সী ছেলে মুরসালীন। আহত মুরসালীনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে এবং অপর দু’জনকে ফরিদপুরের বিএসএমএমইউ হাসপাতালে পাঠানোর পরে তাদের মৃত্যু হয়।
অপর ঘটনায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কৈডুবি সদরদী নামক স্থানে ভাঙ্গা-বরিশাল মহাসড়কে একটি ইজিবাইককে অজ্ঞাত একটা গাড়ি ধাক্কা দিলে ভাঙ্গা কে এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শ্রাবন্তী (১৭) নামে একজনের মৃত্যু হয়। নিহত শ্রাবন্তী ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগের শাহাদত মোল্লার মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের বন্দর থানার বিশ্বরোডে কাভার্ড ভ্যানচাপায় রাহুল সাহা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২১ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন অর্পিতা দাশ নামে আরেক আরোহী। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাহুল সাহা চট্টগ্রামের আন্দরকিল্লার রাজাপুকুর পাড় লেন এলাকার বাসিন্দা। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির সিইসি ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন। অন্য দিকে আহত অর্পিতা এনায়েত বাজার এলাকার রিপন সরকারের মেয়ে। তিনি ওই এলাকার রাজমহর সরকারের ভবনে ভাড়ায় থাকেন। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর মজুমদার বলেন, মোটরসাইকেল করে তারা পতেঙ্গা সি বিচ থেকে বাসায় যাচ্ছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিশ্বরোড মোড়ে মোটরসাইকেলটির সাথে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবক মারা যান। অপর মোটরসাইকেল আরোহী অর্পিতাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র মামুন সমাদ্দার (২২) নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে নড়াইল-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক কাজেম আলী মণ্ডল গুরুতর আহত হন। নিহত মামুন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সদরের রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার আজিজ মণ্ডলের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মামুন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নড়াইল শহর থেকে ফুলতলা সড়কে যাচ্ছিলেন। পথিমধ্যে কাড়ারবিলের মাঝে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল চালক কাজেম আলীকে ধাক্কা দিয়ে সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামুনের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আহত কাজেম আলীর বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া অফিস জানায়, বগুড়া সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে এক কলেজছাত্রী নিহত ও চালক আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১টার দিকে পীরগাছা-মহাস্থান সড়কের দোবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আফছানা আক্তার (২২)। তিনি বগুড়া শহরের উপশহর গোয়ালগাড়ী এলাকার বাসিন্দা ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগের ছাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক নিহতের বন্ধু তাওসিফ হোসেন। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রনি কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের শৈলকুপার লাঙ্গল বাঁধ সড়কের হাজরা মিনা বটতলা নামক স্থানে মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে হামজা রহমান (৪৮) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার সন্দেহ গ্রামে। মোটরসাইকেল চালক হাজরামিনা গ্রামের জামাল হোসেনের ছেলে মাসুদ নামের এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে হামজা নামের এক ব্যক্তি মারা গেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামের সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাগর (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে শ্যামগঞ্জ বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শেষ রাতের কোনো এক সময় গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা