১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক মাছেই কোটিপতি

-

মিলিয়ন ডলার ফিশ প্রতিযোগিতার আওতায় নদীতে ছাড়া হয়েছিল মাছটি। বলা হয়েছিল, যিনি মাছটি ধরতে পারবেন, তিনি পাবেন ১০ লাখ অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশউ টাকায় ৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা। বড়শি দিয়ে একটি মাছ ধরে কোটিপতি হয়ে গেছেন এক তরুণ। মাছটির বাজারমূল্য খুব বেশি না। তবে মাছটি ছিল বিশেষ। কারণ, এর সাথে লাগানো ছিল বিশেষ একটা শনাক্তকরণ যন্ত্র। ভেটকি প্রজাতির এই মাছের নাম বারামুন্ডি।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় নর্দান টেরিটোরি রাজ্যে এ ঘটনা ঘটে। এক মাছেই কোটিপতি বনে যাওয়া তরুণের নাম কিগান পেইন (১৯)। কিগান স্থানীয় ক্যাথরিন এলাকার বাসিন্দা। ‘মিলিয়ন ডলার ফিশ’ প্রতিযোগিতার আওতায় নদীতে ছাড়া হয়েছিল মাছটি। বলা হয়েছিল, যিনি মাছটি ধরতে পারবেন, তিনি পাবেন ১০ লাখ অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশী টাকায় ৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা। ১ অস্ট্রেলীয় ডলারে ৭৭ টাকা।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকদের প্রতি আকর্ষণ তৈরি করতে গত ৯ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে রাজ্যটি। প্রতি বছর অক্টোবরে এ রকম শতাধিক মাছ নদীতে ছাড়া হয়। যার পুরস্কার মূল্য ১০ হাজার, ২০ হাজার ও ১ মিলিয়ন ডলার। প্রতি বছর প্রতিযোগিতাটি মার্চ মাস পর্যন্ত চললেও এ বছর প্রতিযোগিতার মেয়াদ বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করা হয়। প্রতিযোগিতার শেষ দিনই মিলিয়ন ডলারের মাছটি ধরা পড়ে এই তরুণের বড়শিতে। মাছটিকে ধরার পর ওই তরুণ ভেবেছিলেন এটা কোনো তেলাপিয়া মাছ। তবে তার বোন অ্যাডিসন মাছটির গায়ে থাকা শনাক্তকরণ ছোট যন্ত্রটি দেখে বুঝতে পারেন মাছটি মোটেও সাধারণ কোনো মাছ নয়। এরপর প্রতিযোগিতা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা তৎক্ষণাৎ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে কিগানকে ১০ লাখ অস্ট্রেলীয় ডলারের চেক দেন। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক

সকল