ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ
- নিজস্ব প্রতিবেদক
- ১১ মে ২০২৪, ০২:০৮
ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : ফিলিস্তনে অব্যাহত ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের মজলুম জনতার পক্ষে লড়াই করার জন্য যোদ্ধাদের তালিকা করতে হবে। তালিকা তৈরি করে তাদেরকে বিশ্বসন্ত্রাসী ইহুদি ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রীয়ভাবে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এতে সরকার আন্তরিক না হলে জনতা স্পষ্ট ধরে নেবে এ সরকার উপরে ফিলিস্তিনের জন্য মায়াকান্না করে ভেতরে ভেতরে ইসরাইলের পক্ষের শক্তি হিসেবে কাজ করছে। সরকার ফিলিস্তিনের পক্ষে আছে এটা দেখানোর জন্য ছাত্রলীগকে মাঠে নামিয়েছে, অপর দিকে পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরাইল তুলে দিয়ে ইসরাইলের সাথে তলেতলে সম্পর্ক স্থাপন করেছে। তিনি ইসরাইলের বর্বরতার প্রতিবাদে আগামী ১৭ মে শুক্রবার সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বক্তৃতা করেন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ডা: শহীদুল ইসলাম, ইলিয়াস হাসান, প্রফেসর বাকি বিল্লাহ, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, হাফেজ শাহাদাত হোসাইন, শফিকুল ইসলাম, শওকত উসমান, সাইফ মুহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। পরে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে মুনাজাতের মাধ্যমে মিছিলের শেষ হয়।
খেলাফত মজলিস : ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গ্রেফতার বন্ধের দাবিতে গতকাল বাদ জুমা খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আবদুল জলীল।
নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সহসভাপতি অধ্যাপক শাহ আলম, মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, মহানগর সহসাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, অংকুর নারায়ণগঞ্জ জোন পরিচালক মুহাম্মাদ শরীফ মিয়া, খেলাফত মজলিস ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সভাপতি ডা: মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, জেলা সভাপতি তৌফিক বিন হারিছ প্রমুখ।
সমাবেশ শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ প্লাস নারায়ণগঞ্জ প্রেস ক্লাব থেকে শুরু হয়ে চাষাড়া মোড় ঘুরে ডিআইটি মসজিদের সামনে এসে শেষ হয়।
জাতীয় ওলামা মুভমেন্ট : জাতীয় ওলামা মুভমেন্টের আমির মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান বলেছেন পৃথিবীর ক্যানসার, মানবতার দুশমন, ঘৃণ্য সন্ত্রাসী দখলদার ইসরাইলকে বিশ্ব মুসলিম রাষ্ট্র প্রধানরা ঐক্যবদ্ধ হয়ে সামরিক অভিযান পরিচলনা করে সমুচিত জবাব দিতে হবে। ইসরাইলের সন্ত্রাসী মানবতাবিরোধী অপরাধ সহ্যের সবসীমা অতিক্রম করেছে, গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে রাফায় জঘন্য বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে মুসলিম নিধনযজ্ঞ চালাচ্ছে। মুসলমানদের আর চুপ করে থাকার সময় নেই। সংগঠনের মহাসচিব মাওলানা এহতেশামুল হক সাখীর সঞ্চালনায় পুরানা পল্টনের কেন্দ্রীয় অফিসে সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের নির্বাহী সভায় তিনি এ কথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন অর্থসচিব মাওলানা আহমদ আব্দুল্লাহ মুসা, দফতর সচিব হাফেজ মাওলানা শেখ সাইফুল্লাহ, প্রচার সচিব মাওলানা বান্দা ইমদাদুল্লাহ, মুফতি মাওলানা আজিজুর রহমান, মাওলানা জামিল সিদ্দিকী প্রমুখ।