১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৪ জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

-

নড়াইলের লোহাগড়া, চট্টগ্রামের বোয়ালখালী ও সাতক্ষীরার কালিগঞ্জ নরসিংদীর পাঁচদোনায় দশম শ্রেণীর ছাত্রসহ বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনই কৃষক।
নড়াইল প্রতিনিধি ও লোহাগড়া সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার উলা গ্রামে বজ্রপাতে কৃষক মুজিবর চৌধুরীর (৫০) মৃত্যু হয়েছে। মাঠে বোরো ধান আনতে গিয়ে গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। মুজিবর উলা গ্রামের জলিল চৌধুরীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, মুজিবর চৌধুরী বাড়ির পাশের ক্ষেতে বোরো ধান আনতে যান। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বজ্রপাতে আহত কৃষক উত্তম চৌধুরী (৫৬) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গত বুধবার মৃত্যুবরণ করেন। নিহত উত্তম কুমার বোয়ালখালী উপজেলার আমুচি ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের মৃত লালমোহন চৌধুরীর ছেলে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
গত ৬ মে বিকেলে বোরো ধান কাটার সময় বজ্রপাতে ঝলসে গুরুতর তিন জেলায় বজ্রপাতে আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে শিমুল হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বেলা দেড়টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল হোসেন (১৪) রামনগর গ্রামের এশার আলী কাগুজির ছেলে। স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান জানান, ইটভাটা শ্রমিক শিমুল হোসেন গতকাল দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পার্শ্ববর্তী বিলে ছাগল আনতে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি থানায় অবগত করা হয়েছে বলে জানান ওই ইউপি সদস্য।
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা জানান, নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক ছাত্র ও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ার চাকশাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের মধ্যনগরের বিশরান্দা এলাকার আমির হোসেনের ছেলে কবির মিয়া (৩৫) এবং নরসিংদী সদর উপজেলার চাকশাল এলাকার তাহের আলীর ছেলে ১০ম শ্রেণীর ছাত্র বিজয় (১৬)। এ সময় সিরাজ মিয়া, সৌরভ আহমেদ, সজল মিয়াসহ তিনজন আহত হন।
মাধবদী থানার ওসি কামরুজ্জান ও পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন সিরাজ মিয়া জানান, ধান কেটে বোঝা বহন করার সময় বৃষ্টিপাত শুরু হয়। ফলে একটি গাছের নিচে আশ্রয় নেয় ধানকাটা শ্রমিকসহ কয়েকজন। এ সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কবির মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে ভাটপাড়া হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র বিজয় মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


আরো সংবাদ



premium cement
৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি

সকল