১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হালদা নদীর মা মাছেরা নমুনা ডিম ছেড়েছে

-

কার্প জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ উপযোগী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছেরা নমুনা ডিম ছেড়েছে।
হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: শফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল ৬টার সময় ভাটার শেষ দিকে হালদা নদীর রাউজান অংশের মইশকরম এলাকার চইল্যাখালি এলাকায় মা মাছ ডিম ছাড়ে। হালদার মা মাছেরা স্বল্প পরিসরে ডিম ছেড়েছে জানিয়ে এই গবেষক বলেন, মদুনাঘাট, রামদাশ হাট, আজিমের ঘোনাসহ বিভিন্ন এলাকায় ডিম সংগ্রহকারীরা জাল পাতলেও কেউ ১০০ গ্রাম, কেউ ৫০ গ্রাম এভাবে ডিম পেয়েছেন। তবে মইশকরম এলাকায় ডিম সংগ্রহকারী পাকিরাম দাশ, হরিরঞ্জন দাশ, সনোতাষ দাশ, সুজিত দাশ এবং সুনীল দাশ ১১টি নৌকার মাধ্যমে ডিম সংগ্রহ করেন এবং প্রতি নৌকায় গড়ে ২ থেকে আড়াই বালতি ডিম সংগ্রহ করেছেন বলে তিনি জানান। চলতি মাসের ৬ থেকে ১০ মে পর্যন্ত হালদায় কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার অমাবস্যার জোঁ চলছে বলেও তিনি জানান।
এই হালদা গবেষক জানান, হালদার মা মাছেরা পর্যাপ্ত অনুকূল পরিবেশ না পাওয়ায় ডিম কম ছেড়ে থাকতে পারে। রাতের জোয়ার শেষে ভাটায় মা মাছ ডিম ছেড়েছে। তিনি এটাকে নমুনা ডিম বলেও অভিহিত করেন এবং অনুকূল পরিবেশ পেলে বৃহদাকারে ডিম ছাড়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। পর্যাপ্ত ডিম সংগ্রহের আশায় স্থানীয় ডিম সংগ্রহকারীরা প্রতি বছরের মতো প্রতীক্ষায় রয়েছেন বলেও তিনি জানান।

 


আরো সংবাদ



premium cement