কাওরান বাজারে চলন্ত প্রাইভেট কারে আগুন
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ মে ২০২৪, ০০:৪১
রাজধানীর কাওরান বাজারে চলন্ত প্রাইভেট কারে হঠাৎ করেই আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে একটি টয়োটা প্রিমিও ব্র্যান্ডের সামনের অংশে (ইঞ্জিনের দিক) আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ সূত্র জানায়, গতকাল দুুপুরে চলন্ত অবস্থায় হঠাৎ করেই (ঢাকা মেট্রো-গ-৩৫-১৩-৫৭) ওই প্রিমিও কারে আগুন লাগে। আগুন গাড়ির সামনের অংশে বনেটের ওপর দাউ দাউ করে জ্বলে উঠলে চালক গাড়ি থামিয়ে দ্রুত নেমে যান। তার সাথে গাড়িতে থাকা আরো দু’জনও দ্রুত নেমে যান। পরে আশপাশের লোকজন পানি-বালু নিয়ে ছুটে আসেন।
উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে এতে করে ব্যস্ততম রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে আগুন সম্পূর্ণ নিভে গেলে ক্ষতিগ্রস্ত গাড়িটি দ্রুত রেকার দিয়ে সরিয়ে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত গাড়িতে আগুন লাগে। তেমন কোনো বড় সমস্যা হয়নি।
সোনারগাঁওয়ে ট্রাফিক বক্সে দায়িত্বরত সার্জেন্ট মো: আশিকুর রহমান জানান, হঠাৎ একটি প্রাইভেটকারে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আশপাশের উপস্থিত জনতার চেষ্টায় আগুন নেভানো হয়। এ ঘটনায় গাড়িতে অবস্থানরত চালকসহ দু’জন যাত্রী দ্রুত নেমে যাওয়ার কারণে কেউ দুর্ঘটনার শিকার হননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা