০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

আকাশ থেকে পড়ছে মাছ!

-

ইরানের এক অদ্ভুত ঘটনা মানুষকে হতবাক করেছে। এখানে আকাশ থেকে মাছের বৃষ্টি শুরু হয়েছে! ঝড়ের সময় আকাশ থেকে মাছ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিডিওটি দেখে দেশে পড়ে গেছে হই চই। আসলেই হই চই পড়ার কথা। কারণ কার জনমে কে শুনেছে আকাশ থেকে মাছ পড়ার কথা।
অবশেষে কৌতূহলীরা বিষয়টি নিয়ে সরণাপন্ন হন বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞরা বলছেন, এটি ঘটে যখন একটি টর্নেডো সমুদ্রের পানির ওপর দিয়ে যায়। টর্নেডোর প্রচণ্ড শক্তি পানি উড়িয়ে নিয়ে যায়। এর সঙ্গে ব্যাঙ, কাঁকড়া বা ছোট মাছ তুলে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। তারপর কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে তা পড়ে। ইরানেও তাই হয়েছে। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement