১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
হেলথ টিপস

কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া যাবে না

-

কোন খাবারের সাথে কোন খাবার খাবেন না, জেনে নিন। না হলে হিতে বিপরীত ফল দেখা দেবে। যেমন- খুব গরম খাবারের সাথে খুব ঠাণ্ডা খাবার খাওয়া যাবে না। মিষ্টি খাবারের সাথে নোনতা খাবার খাওয়া যাবে না। যেসব খাবারের পুষ্টিমান হালকা তার সাথে ভারী পুষ্টিমানসমৃদ্ধ খাবার খাওয়া যাবে না; অর্থাৎ যেসব খাবারের গুণ আলাদা, সেসব খাবার একসাথে খাওয়া যাবে না। আলাদা পুষ্টিগুণসমৃদ্ধ খাবার পর্যায়ক্রমে খাওয়া যেতে পারে।
জেনে নিন কোন খাবারের সাথে কোন খাবার বিপজ্জনক :
১. দইয়ের সাথে টক ফল কোনোভাবেই খাওয়া উচিত না। দই ও টক ফলে আলাদা এনজাইম বিদ্যমান, যা একসাথে সহজে হজম হয় না। পাশাপাশি দই যেহেতু ঠাণ্ডা খাবার, তাই এর সাথে খুব গরম খাবার খাওয়া যাবে না। মাছের ধরন অনেকটা গরম। তাই মাছের সাথে দই না খাওয়াই ভালো। আয়ুর্বেদিক মতানুসারে, পরোটা বা পুরি-জাতীয় খাবারের সাথে দই খাওয়া উচিত নয়। কারণ দই ফ্যাটের পরিপাকে বাধা দেয়। এতে আপনার শরীরের মেদ বেড়ে যেতে পারে।
২. দুধ একটি প্রাণিজ খাবার। উচ্চমাত্রার প্রোটিন রয়েছে দুধের মধ্যে। এর সাথে তেলজাতীয় কোনো খাবার খেলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে। দুধের সাথে নোনতাজাতীয় খাবার খাওয়াও ঠিক নয়। এমনকি দুধ-চায়ের সাথেও যদি নোনতাজাতীয় খাবার খান, তবে নোনতাজাতীয় খাবারের লবণের কারণে দুধের প্রোটিন জমে যায়। ফলে আপনার হজমে সমস্য হতে পারে। দুধের সাথে ফলমূল খাওয়া যাবে না। ফল ও দুধ একসাথে খেলে দুধের ক্যালসিয়াম ফলের এনজাইম শোষণ করে নেয়। এতে শরীর ফলের পুষ্টি থেকে বঞ্চিত হয়। মাষকলাইয়ের ডাল খাওয়ার আগে ও পরে দুধ খাওয়াটা মোটেও ভালো নয়। কাঁচা সবজি ও মুলা খাওয়ার পর দুধ না খাওয়াই ভালো। ডিম, পনির, গোশত এসব খাওয়ার পর দুধ খাওয়া এড়িয়ে চলাই উত্তম। এসব খাবার একসাথে খেলে হজমে সমস্যা হতে পারে ।
৩. মাল্টা আর কলা একসাথে না খাওয়াই ভালো, কারণ টক ফল মিষ্টি ফলের সুগারকে বাধা প্রদান করে। ফলে হজমে সমস্যার সৃষ্টি হয়। এর সাথে ফলের পুষ্টিগুণও কমে যায় ।
৪. মধু কখনো গরম করে খাওয়া ঠিক নয়। এতে মধুর পুষ্টিগুণ কিছুই বিদ্যমান থাকে না। তীব্র জ্বরে মধু খাওয়া যাবে না। এতে শরীরের পিত্তের পরিমাণ বেড়ে যেতে পারে। মধু ও মাখন একসাথে খাওয়া যাবে না। ঘি ও মধু কখনই একসাথে খাওয়া উচিত নয় । এমনকি যদি আপনি পানির সাথেও ঘি ও মধু একসাথে খান, তবেও তা ক্ষতিকারক হবে।
৫. মাছের সাথে কালোমরিচ বা গোলমরিচ খাওয়া যাবে না। এমনকি মাছ খাওয়ার পরও গোলমরিচ না খাওয়া ভালো। এতে শরীরে সমস্যা সৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন রাশিয়া আবারো ইউক্রেনের বিরুদ্ধে 'ওরেশনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে পারে : যুক্তরাষ্ট্র অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই নিরাপত্তা স্মারক বাইডেনের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় শ্রীমঙ্গলে বেড়েছে শীতের প্রকোপ

সকল