০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ট্রি হাউজ!

-

এমন যদি হতো, শহরে যেদিকে তাকানো যায় সেদিকেই দেখা যেত খানিকটা সবুজের সমারোহ! হাত বাড়ালেই ছুঁয়ে দেয়া যেত দু-একটা মৌসুমি ফল। গাড়ির হর্নের শব্দে নয়, পাখির ডাকে ভাঙত ঘুম। তবে কেমন হতো? শুনতে গল্পের মতো হলেও এটাই করে দেখিয়েছেন ইতালির স্থপতি লুসিয়ানো পিয়া। ইতালির তুরিন শহরে তার নকশা করা পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনটি দেখে মনে হয়, এই ভবনের বাসিন্দারা যেন একটি ট্রি হাউজে থাকেন। গাছের পাতা ঝরে গিয়ে শীতের মিষ্টি রোদ তাদের যেমন দেয় উষ্ণতা, গ্রীষ্মের প্রচণ্ড গরমে এই গাছগুলোই আবার আটকে দেয় রোদের উত্তাপ।
আধুনিক নকশার এই বাড়ির প্রতিটি স্তরে স্তরে আছে প্রকৃতি আর ইট-পাথরের এক অপূর্ব মেলবন্ধন। ভার্দের এই বাড়িজুড়ে ১৫০টি গাছের বিন্যাস শুধু দৃষ্টিনন্দনই নয়, নজর রাখা হয়েছে স্থানীয় উৎস আর ঋতুবৈচিত্র্যে এদের টিকে থাকার সক্ষমতার দিকে। নিশ্চিত করা হয়েছে সব ঋতুতেই কোনো না কোনো গাছে যেন রঙ-বেরঙের ফুল ফোটে। এই গাছগুলো প্রতি ঘণ্টায় উৎপন্ন করে প্রায় ৪০ হাজার গ্যালন অক্সিজেন; আর ঘণ্টাপ্রতি শুষে নেয় ৫২ হাজার গ্যালন কার্বন ডাই-অক্সাইড। এই ভবনের বাসিন্দারা পান বিশুদ্ধ বাতাস, শব্দদূষণ থেকে সুরক্ষা।
স্টিল আর কংক্রিট দিয়ে তৈরি পরিবেশবান্ধব এই ভবনে আছে ৬৩টি ইউনিট। প্রায় প্রতিটি ইউনিটে আছে দু’টি বারান্দা, যার একটি সবুজ দিগন্তের দিকে ফেরানো, অন্যটি রাস্তার দিকে। বাড়িটির স্থাপত্য নকশায় বিভিন্ন স্থানে এমন ব্যবস্থা রাখা হয়েছে যেন বৃষ্টির পানি ধরে রাখা যায়। আর এই পানি ব্যবহার করা হয় গাছপালা পরিচর্যায়। বারান্দায়, ছাদে, আঙিনার গাছগুলো যেন প্রাকৃতিকভাবে বেড়ে উঠতে পারে, এ জন্য বাড়িটিতে আছে সব রকম আয়োজন। স্থপতি লুসিয়ানো পিয়া তার অপরিসীম দক্ষতায় বাড়িটিতে এমন সব বিষয় সংযোজন করেছেন, যেন বসবাসকারী আর প্রকৃতির মধ্যে তৈরি হয় দৃঢ় সেতুবন্ধ। তিনি তার এই ট্রি হাউজ নিয়ে বলেছেন, ‘এটি একটি বিশেষ ভবন, কারণ এটি জীবিত। এটি শ্বাস নেয় এবং পরিবর্তিত হয়।’ ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
স্ত্রীসহ সাবেক এমপি শিখরের নামে দুদকের দুই মামলা খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় সিলেটে তাফসির মাহফিল বৃহস্পতিবার, প্রধান আলোচক মিজানুর রহমান আজহারি রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী কুখ্যাত গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি ১১ ইয়েমেনির ৫ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক : মুখপাত্র শিখা জানা গেল কেরানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

সকল