১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মার্কিন ও ইসরাইলি হুমকি অপরাধের শামিল : আইসিসি

-

গাজায় যুদ্ধের জেরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) বিচারকদের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে আইসিসির কৌঁসুলির দফতর তার কর্মীদের ভয়ভীতি দেখানো বন্ধের আহ্বান জানিয়েছে।
দফতর বলেছে, এ ধরনের হুমকি বিশ্বের এই স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের ‘বিচার প্রশাসনের’ বিরুদ্ধে অপরাধের শামিল হতে পারে। নেদারল্যান্ডসের দ্য হেগ-ভিত্তিক আন্তর্জাতিক ফৌজদারি আদালতের কৌঁসুলি করিম খান শুক্রবার ওই বিবৃতিতে বলেন, তার দফতরের কর্মীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা, তাদের ভয়ভীতি দেখানো বা তাদের ওপর অবৈধ প্রভাব খাটানোর সব ধরনের চেষ্টা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে।
বিবৃতিতে ইসরাইলের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে এ বিবৃতি এমন এক সময় দেয়া হলো যার আগে গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার ফলাফলের বিষয়ে আইসিসিকে সতর্ক করে দেন মার্কিন ও ইসরাইলি কর্মকর্তারা। করিম খানের দফতর বলেছে, রোম সনদের অধীন এ আদালতের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার বৈধ ক্ষমতা রয়েছে। এই কর্তৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে সংশ্লিষ্ট সব অংশীজনের সাথে গঠনমূলক আলোচনা করতে চায় এ দফতর।
বিবৃতিতে বলা হয়, তবে যখন কারো পক্ষ থেকে আদালত বা তার কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দেয়া হয়, তখন এ স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়। আদালতের উচিত তার বৈধ ক্ষমতা প্রয়োগ করা, নিজ এখতিয়ারের অধীন দায়ের করা মামলা বা তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়া। আদালত আরো বলেন, রোম সনদে আইসিসির কাঠামো ও এখতিয়ারের ক্ষেত্র উল্লেখ করা আছে। সেই সাথে আদালত ও তার কর্মীদের বিরুদ্ধে হুমকি দেয়া নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ইসরাইলি শীর্ষ কর্মকর্তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন আইসিসি। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এরই মধ্যে গাজায় ইসরাইলি বাহিনীর নারকীয় অভিযানে প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়ে। এ ছাড়া নির্বিচার বোমা হামলায় ভূখণ্ডটির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় ইসরাইলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানায় দেশটি ও এর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


আরো সংবাদ



premium cement