টেকনাফে চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে সাবেক এমপি বদির গুলিবর্ষণ!
- কক্সবাজার অফিস
- ০৪ মে ২০২৪, ০২:০৭
কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলমের একটি সমাবেশকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় টেকনাফে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন নুরুল আলম। বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকায় সাবেক এমপি বদি এ গুলি করেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। এ ব্যাপারে টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ২ মে মনোনয়নপত্র দাখিল করেছেন। পরে রাতে হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নিয়ে টেকনাফ সদরে ফিরছিলেন। পথে মহেশখালীয়া পাড়া এলাকার ৭০-৮০ জন গ্রামবাসীর সাথে কথা বলার সময় হঠাৎ সাবেক এমপি বদি ও অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আলমসহ ২০-৩০ জন সেখানে এসে সমাগম লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর বদি ও তার লোকজন চলে যায়। সাবেক এমপি বদি এ সময় তার স্ত্রী শাহীন আক্তারের এমপির স্টিকার লাগানো পাজেরো জিপে করে ঘটনাস্থলে এসেছিলেন।
চেয়ারম্যান নুরুল আলমের দাবি, আবদুর রহমান বদি নিজেই তার পিস্তল দিয়ে গুলি করেছেন। এ বিষয়ে জানতে সাবেক এমপি আবদুর রহমান বদির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি। টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানিয়েছেন, এ বিষয়ে নুরুল আলম থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত সংসদ নির্বাচনে বদির স্ত্রী নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের বড়ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা