ভোরের বৃষ্টিতে চট্টগ্রামে স্নিগ্ধ কোমল সকাল
- বাসস
- ০৪ মে ২০২৪, ০২:০৫
ভোরের বৃষ্টিতে গতকাল স্নিগ্ধ কোমল সকাল স্বাগত জানিয়েছে চট্টগ্রামবাসীকে। এ সময়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভারী, মাঝারি ও হালকা বৃষ্টি হয়।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারেক জানান, গতকাল ভোর ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত নগরীর আমবাগান এলাকায় মাঝারি বৃষ্টিপাত হয়। এ সময়ে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পক্ষান্তরে পতেঙ্গায় ৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সীতাকুণ্ড, মিরসরাই, বান্দরবানসহ পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে ভোরের দিকে হালকা বৃষ্টি হয়। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় বেশ কিছু গাছের ডালপালা ভেঙে পড়েছে। তবে সমুদ্র উপকূলীয় এলাকায় তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে।
ভোরের এ বৃষ্টি গত কয়েক দিনের তীব্র তাপদাহের মাঝে নগরবাসীকে স্বস্তির সকাল উপহার দিয়েছে। বিশেষ করে, সাপ্তাহিক ছুটির দিনে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষকে একটি প্রশান্তির দিনের হাতছানি দিচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা