১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশকে ভারতের গোলামির জিঞ্জিরে আবদ্ধ করেছে সরকার : মুফতি ফয়জুল করীম

-

ফরিদপুরের মধুখালীতে নিরীহ হাফেজে কুরআন দুই সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার সারা দেশে জেলায় ও মহানগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বায়তুল মোকাররমে বিক্ষোভ : গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ভারতের মুসলমানদের ওপর জুলুম ও নির্যাতনের ক্ষেত্র তৈরি লক্ষ্যে মধুখালীতে উগ্রবাদীরা দুই সহোদরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। মুসলমানরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে, ফলে মোদির ম্যাজিক কাজে আসেনি। মোদি ম্যাজিক দেখিয়ে ভারতের মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ চালাতে চেয়েছিল। তিনি আরো বলেন, সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ভারতের গোলামির জিঞ্জিরে দেশকে আবদ্ধ করেছে। ফলে উগ্রবাদীরা পূজায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। মন্দিরে অগ্নিসংযোগকারীদেরকে কেন মিডিয়ার সামনে আনা হচ্ছে না, তা হলে কী হিন্দুরাই মন্দিরে আগুন দিয়ে মুসলমানদের ওপর দোষ চাপিয়ে ঘোলাপানিতে মাছ শিকারে ব্যস্ত? ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন, মন্দিরে আগুন দেয়ার অজুহাতে বিনা বিচারে দুই সহোদর হাফেজে কুরআন শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনা পরিকল্পিত। খুনিদের বিচারের আওতায় আনতে হবে। জুলুম নির্যাতন করে ঈমানদারদের দমানো যাবে না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদল কাইয়ূম। ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, আলহাজ মোহাম্মদ হানিফ মেম্বার, আলহাজ আনোয়ার হোসেন, অধ্যাপক ডা: কামরুজ্জামান, আলহাজ শাহীন আহমদ, মাওলানা ইলিয়াস হোসাইন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement