বাকিতে চিপস-সিগারেট না দেয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ০১ মে ২০২৪, ০২:০৭
মুন্সীগঞ্জে বাকিতে চিপস-সিগারেট বিক্রি না করায় মোশারফ হোসেন (৫৫) নামে এক মুদি দোকানিকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। সোমবার রাতে সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জেলার মিরকাদিম পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: সোহেলের ছোট ভাই রুবেল (৩৫) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) থান্দার খায়রুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে হওয়ায় দোকানেই ঘুমাতেন মোশাররফ। সোমবার রাত দেড়টার দিকে রুবেল তাকে ডাক দিয়ে চিপস-সিগারেট বাকি চান। সে বাকিতে দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রুবেল। পরে স্থানীয়রা মোশারফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসপি থান্দার খায়রুল ইসলাম বলেন, এ ঘটনায় রুবেল নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।