নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে ১১ মিলিশিয়া নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৯ এপ্রিল ২০২৪, ০১:০৮
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শনিবার স্থলমাইন বিস্ফোরণে ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। ক্যামেরুন সীমান্তবর্তী একটি মহাসড়কে তাদের গাড়ি এ স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়। তারা বিদ্রোহীদের দমনে নাইজেরিয়ার সামরিক বাহিনীর পাশাপাশি কাজ করে থাকে। সামরিক বাহিনীর দু’টি সূত্র এ কথা জানিয়েছে। নাইজেরিয়ার বিদ্রোহীরা সম্প্রতি সামরিক এবং বেসামরিক গাড়ি লক্ষ্য করে বিভিন্ন মহাসড়কে স্থলমাইন পেতে রাখার কাজ জোরদার করেছে। এএফপি।
দেশটিতে ১৫ বছরেরও বেশি সময় ধরে বিদ্রোহ চলাকালে একসময়ের তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বিতাড়িত হওয়ার পর তারা এখন এ পথ বেছে নিয়েছে। সূত্র জানায়, মিলিশিয়া যোদ্ধারা বোর্নো রাজ্যের গাম্বুরু শহর থেকে আঞ্চলিক রাজধানী মাইদুগুরিতে যেতে একটি বেসামরিক গাড়িবহরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি জিহাদির পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়। গ্রিনিচ মান সময় ১২টার দিকে দামো গ্রামে এ ঘটনা ঘটে। গাম্বুরুতে বিদ্রোহীবিরোধী মিলিশিয়া নেতা শেহু মাদা বলেন, ‘আমাদের ১৩ জন কমরেডকে বহন করা গাড়িটি স্থলমাইন বিস্ফোরণের শিকার হলে তাদের ১১ জন নিহত ও দু’জন আহত হয়। পরে আহত দু’জন সেখান থেকে পালিয়ে যায়।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা