১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়েট বন্ধ ঘোষণা : ভিসি অফিসে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তালা

বাসে আগুন
সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠী নিহতের প্রতিবাদে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ : নয়া দিগন্ত -

বাসচাপায় সহপাঠী দুই শিক্ষার্থীর মৃত্যুতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীদের টানা বিক্ষোভের চতুর্থ দিনে অশান্ত চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের ১৫১তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কর্তৃপক্ষ ঘোষিত সিদ্ধান্তের আলোকে গতকাল বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আজ শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে তালা এবং তাদের কাছে জব্দ থাকা দু’টি বাসের একটিতে আগুন ধরিয়ে দিয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ক্যাম্পাস সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি নিয়ে গতকাল দুপুরে প্রশাসনিক ভবনে একাডেমিক কাউন্সিলের সম্মেলন কক্ষে ভিসি মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ দফতরের পরিচালক মো: রেজাউল করিমসহ কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গত সোমবার বেলা সাড়ে ৩টায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে চুয়েটের অদূরে রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির শাহ আমানত পরিবহনের একটি যাত্রীবাসী বাস। বাসের ধাক্কায় পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা (২২) ও দ্বিতীয় বর্ষের তৌফিক হোসাইন (২১) নিহত হন এবং আহত হন জাকারিয়া হিমু (২১)। এ ঘটনার পর থেকেই দফায় দফায় সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিক্ষোভ চালিয়ে আসছিলেন চুয়েট শিক্ষার্থীরা। সর্বশেষ গতকালও যানবাহন চলাচল বন্ধ ছিল চট্টগ্রাম-কাপ্তাই সড়কে।
এদিকে হল ছাড়ার নির্দেশনা পাওয়ার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর এলাকায় থাকা শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন। এ সময় কয়েকজন শিক্ষকের সাথে আপত্তিকর আচরণ করেন কিছু শিক্ষার্থী।

 


আরো সংবাদ



premium cement
শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সকল