প্রকৌশলী ও শিশুসহ নিহত ৩
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৪ এপ্রিল ২০২৪, ০১:২৫
মানিকগঞ্জ পৌর শহরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। এ ছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টর চাপায় এক গৃহবধূ, নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় এক মেয়েশিশু ও ফরিদপুর সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছেন।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ পৌর শহরের বেউথা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অটোরিকশা আরোহী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে পৌর শহরের এলজিইডি জেলা কার্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ শিবালয় উপজেলার কাতরাশিন এলাকার মৃত হাশেম আলীর ছেলে। তিনি ঘিওর উপজেলা পরিষদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে তিনি বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় তার শহরের বাড়িতে ফিরছিলেন। জেলা এলজিইডি কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেল অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা ও মোটরসাইকেল আরোহী তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান মূলত, রিকশাচালক হঠাৎ করে মোড় ঘুরানোর ফলেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সাথে সাথে রিকশাচালক রিকশা নিয়ে পালিয়ে যান। মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান, এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টর চাপায় মঞ্জিলা বেগম (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কোমরপুর দুর্গাপুর বৈঠাখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার দুর্গাপুর গ্রামের সাহারুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বৈঠাখালী এলাকায় পায়ে হেঁটে মহাসড়ক পারাপার হচ্ছিলেন মঞ্জিলা। এ সময় রাস্তার অন্যপাশ থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন চক্রবর্তী।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় মরিয়ম আক্তার আফরিন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চরজব্বর ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আফরিন চরজব্বর ইউনিয়নের চরজব্বর গ্রামের নাসির আহমদের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আফরিন স্থানীয় নুরুল হক নূরানী তালিমুল কুরআন মাদরাসার প্রথম জামায়াতের ছাত্রী ছিল। সকালে সে বাড়ি থেকে দক্ষিণ ওয়াপদা বাজার সংলগ্ন নিজের মাদরাসায় রেজাল্ট শিট আনতে যায়। চরজব্বর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, একটি অজ্ঞাত পিকআপ ভ্যান আফরিনকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার জোয়াইরের মোড় নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় এক রিকশাচালক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম জহিরুল মল্লিক (৩০) একজন গোশত ব্যবসায়ী। সকালে বাড়ি থেকে বেরিয়ে রিকশা নিয়ে গোশত আনতে তালমা বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। জহিরুল সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা এলাকার মৃত তোফাজউদ্দিন মল্লিক ওরফে তোফা ফকিরের পুত্র। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জানান, মাইক্রোবাস-রিকশার সংঘর্ষের পর রিকশার চালক জহিরুল মল্লিক আহত অবস্থায় ঘটনাস্থলে পড়েছিলেন। হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে বিএসএমএমসি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বলেন, তার লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা