গাজীপুর ভাওয়াল বনে মিলল মৃত হাতি
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২৪ এপ্রিল ২০২৪, ০১:২৫
গাজীপুর ভাওয়াল বন থেকে মঙ্গলবার সকালে একটি মৃত হাতি উদ্ধার করেছে বন বিভাগ। পরে বনের ভেতর গর্ত করে সেটি মাটিচাপা দেয়া হয়। এর আগে মৃত্যুরহস্য উদঘাটনের জন্য বনের ভেতরই হাতির ময়না তদন্ত সম্পন্ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের একদল ভেটেরিনারি সার্জন। একই সাথে রহস্য উদঘাটনে ঢাকা থেকে সিআইডির ফরেনসিক ইউনিটসহ বিভিন্ন এক্সপার্ট টিমও তথ্য-উপাত্ত সংগ্রহ করে।
বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর বেলায় গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেটের বিপরীত দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বন ঘেঁষে একটি মৃত হাতি পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে খবর পেয়ে বন বিভাগের লোকজন সেটি উদ্ধার করেন এবং পাশেই বনের ভেতর বড় গর্ত করে মাটিচাপা দিয়ে রাখেন। হাতিটির দৈর্ঘ্য ৮ ফিট এবং বেড় সাড়ে ৫ ফিট। বিকেলে ময়না তদন্ত শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভেটেরিনারি সার্জন মো: মোস্তাফিজুর রহমান জানান, ৬ থেকে ৭ বছর বয়সী পুরুষ হাতিটি ক্রনিক ডিজিজে আক্রান্ত ছিল। এটি প্রায় ১৬ ঘণ্টা আগে অর্থাৎ সোমবার রাতে কোনো এক সময় মারা যায়। হাতিটি লিভার, পেরিটোনিয়াম (পেট গহ্বরের আস্তরণ তৈরির পদার্থ) ও ফুসফুস নষ্ট হয়ে সম্পূর্ণ কার্যকারিতা হারিয়ে মারা যায়। হাতির দাঁতগুলো কে বা কারা উঠিয়ে নিয়ে গেছে। এ ছাড়া এর শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ক্রমাগত দূষিত খাদ্য গ্রহণে হাতিটির অন্ত্র মারাত্মকভাবে আক্রান্ত হয়ে একপর্যায়ে ডিসঅর্ডার হয়ে মারা যায়। এর লিভার ও ফুসফুসের সম্পূর্ণ অংশই নষ্ট হয়ে গেছে।
বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো: মোজাম্মেল হক জানান, এটি বন্য হাতি নয়। ধারণা করা হচ্ছে, এটি পোষা হাতি। এর মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, অন্য কোথাও হাতিটি মারা যাওয়ার পর এখানে এনে ফেলে রাখা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা