পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
- রাজশাহী ব্যুরো
- ২৪ এপ্রিল ২০২৪, ০১:২৩
পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (মঙ্গলবার) বেলা ১টার দিকে রাজশাহী নগরীর অদূরে কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল।
মারা যাওয়া তিন কিশোর হলো- কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মো: রেন্টুর ছেলে মো: যুবরাজ (১২), একই এলাকার নূর ইসলামের ছেলে মো: নুরুজ্জামান (১৪) ও মো: লিটনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৪)।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদলের লিডার আবদুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে ওই তিন কিশোর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এরপর বেলা আড়াইটার দিকে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
স্থানীয় সূত্র জানায়, সাতজন শিশু ও কিশোর একসাথে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। এক পর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যায়। বাকি চারজন চেষ্টা চালিয়ে কাউকেই উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তিনজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল তিন কিশোরের লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা