২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমি উদ্ধার

বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমি উদ্ধার -

৭০ বছর ভারতের দখলে থাকার পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি ও জগদল সীমান্তবর্তী ৯১ বিঘা বাংলাদেশী জমি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশ শুধু নয়, ভারতও পেয়েছে ২৩.৫ বিঘা জমি। এতে সীমান্ত এলাকাবাসীদের আনন্দ উৎসব হয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি এ তথ্য জানিয়েছে। উদ্ধার করা জমিতে সাদা পতাকা (নিশানা) টানিয়ে দিয়েছে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী।
সরকারের খাস খতিয়ানভুক্ত ৯১ বিঘা জমিতে প্রবেশের অধিকার ফিরে পাওয়ায় সীমান্তবর্তী মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। জমিগুলো উদ্ধারে গত প্রায় ১ মাস আগে কাজ শুরু করে বিজিবি।

বিজিবি জানিয়েছে, ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) সুচারু পরিকল্পনা এবং সময়োপযোগী উদ্যোগে বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের প্রতিনিধিদলের সাথে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় সাধন করেন তারা।
সেই হিসেবে অধীনস্থ বেউরঝাড়ী এবং জগদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশ-ভারতের সার্ভে বিভাগের যৌথ জরিপের মাধ্যমে ভারতের দখলে থাকা জগদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ১৫ বিঘা জমি এবং বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ৭৬ বিঘা জমি (মোট ৯১ বিঘা) উদ্ধার করা হয়। বাংলাদেশের অনুকূলে প্রাপ্ত জমির মধ্যে ৭৭ বিঘা আবাদি জমি, ১১ বিঘা চা বাগান ও ৩ বিঘা নদীর চর রয়েছে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন স্ট্রিপ ম্যাপ পর্যালোচনা করে পূর্ব থেকেই নিশ্চিত ছিল জমিগুলো বাংলাদেশের। বিজিবির আহ্বানে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে জমিগুলো বাংলাদেশের বলে বিজিবির পক্ষ থেকে জোরাল দাবি উপস্থাপন করা হয়। পরে বিজিবির পক্ষ হতে আরো বলা হয় যে, বিষয়টি নিষ্পত্তির জন্য সার্ভেয়ারের মাধ্যমে যৌথ জরিপের প্রয়োজনীয়তা রয়েছে।

উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৬ ও ৭ মার্চ বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সহকারী জরিপ ও চার্জ অফিসার এবং ভারতীয় সার্ভে বিভাগের সহকারী চার্জ অফিসারের সমন্বয়ে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধীনস্থ বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এবং জগদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমানা নির্ধারণের লক্ষ্যে যৌথ জরিপ ও পরিদর্শন অনুষ্ঠিত হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে গত ৬ মার্চ জগদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করে প্রায় ১৫ বিঘা ভারতের দখলে থাকা জমি বাংলাদেশের অনুকূলে পাওয়া যায় এবং অপর দিকে প্রায় ৭ দশমিক পাঁচ বিঘা বাংলাদেশের দখলে থাকা জমি ভারত পায়। এরপর গত ৭ মার্চ বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করে প্রায় ৭৬ বিঘা ভারতের দখলে থাকা জমি বাংলাদেশের অনুকূলে পাওয়া যায়। অপর দিকে প্রায় ১৬ বিঘা বাংলাদেশের দখলে থাকা জমি ভারত পায়। উল্লেখ্য, ওই জরিপে বাংলাদেশের প্রাপ্ত জমির পরিমাণ ৯১ বিঘা এবং ভারতের প্রাপ্ত জমির পরিমাণ ২৩ দশমিক ৫ বিঘা।

বাংলাদেশ ও ভারতের সার্ভে বিভাগের যৌথ জরিপের মাধ্যমে প্রাপ্ত বাংলাদেশী জমিগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের লক্ষ্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তবর্তী এলাকার ৭০ বছর বয়সী বৃদ্ধ আনছারুল ইসলাম বলেন, “আমি ছোটকাল থেকেই দেখে আসছি এই জমিগুলো ভারতের অধীনে এবং ভারতের লোকজন এগুলাতে চাষ করে আসছে। কিছুদিন আগেই জমিতে একজন বাংলাদেশী যাওয়ার কারণে তাকে গুলি করে মারা হয়। প্রায় ৭০ বছর পর আমরা জমিগুলো ফিরে পেয়েছি। এতে আমাদের মধ্যে অনেক বেশি আনন্দ-উৎসাহ বিরাজ করছে। আজকে থেকেই জমিগুলো আমরা চাষবাদ করতে পারব এবং এইগুলো বাংলাদেশের জমি, যেগুলো এতদিন ভারতের মানুষ ভোগ করে আসছিল।”

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, “আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে এই জমিগুলো বাংলাদেশের এবং বেউরঝাড়ি ও জগদল সীমান্তের কিছু অংশ বাংলাদেশের জমি হিসেবে আমরা ধারণা করি। তারই পরিপ্রেক্ষিতে আমরা ভারতের সাথে কথা বলি এবং জরিপ করার জন্য আহ্বান জানাই। তাদের আমরা অনুরোধ করি তারা যেন প্রকৃতপক্ষেই জমির মাপের কাজটি করা হয়। বাংলাদেশ বিজিবি ও বিএসএফের যৌথ জরিপের মাধ্যমে আমরা এই জমিগুলো পেয়েছি। এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান বলেন, বিজিবি ও বিএসএফের যৌথ জরিপের মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী ও পার্শ্ববর্তী জগদল সীমান্তের বাংলাদেশের ৯১ বিঘা জমি উদ্ধার করে। উদ্ধারকৃত জমি যাচাই-বাছাই করে বণ্টন করা হবে।


আরো সংবাদ



premium cement
মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও কালচার শেখানোর নামে জুনিয়রদের অমানুষিক নির্যাতন : অভিযুক্তদের শোকজ পরিবেশ উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্সের বৈঠক শিবগঞ্জে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে বৈঠক হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ১৫ বছরের উন্নয়ন হচ্ছে দুর্নীতিকে বৈধতা দেয়ার জন্য : নূরুল ইসলাম বুলবুল যশোরে আ’লীগ নেতার ৪ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদেশ সুনামগঞ্জে অটোরিকশা খাদে পড়ে নিহত ১ সাতক্ষীরায় অস্ত্র-ককটেলসহ আটক ২ প্রবাসীদের নির্বাচনে অংশ নিতে দেয়ার দাবি

সকল