১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিশু নূরী ও আকলিমার মা হাফসার জামিন স্থগিতই থাকবে

-

নাশকতার অভিযোগে মামলায় কারাবন্দী শিশু নুরজাহান নূরীর ও আকলিমার মা হাফসা আক্তারের জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ তার জামিন আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।
আদালতে হাফসা আক্তারের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার কায়সার কামাল।
গত ৩ এপ্রিল হাফসা আক্তারের জামিন আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ২২ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো: আশফাকুল ইসলামের আদালত।
৩ এপ্রিল শুনানিতে সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ঈদের আগে দুই শিশুর মা হাফসাকে জামিন দেয়ার আবেদন জানান। তিনি বলেন, আরো এক মাস তাকে জেলে রেখে রাষ্ট্রের কী লাভ হবে। তখন চেম্বার আদালত বলেছিলেন, গত ১০ মার্চ আমরা যে আদেশ দিয়েছিলাম। তা দেখেশুনে দেয়া হয়। ২২ এপ্রিল আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করে দিলাম। এর আগে গত ১০ মার্চ শিশু নুরজাহান নূরীর মা হাফসা আক্তারকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

গত ৬ মার্চ বিচারপতি মো: রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাফসার জামিন আবেদন মঞ্জুর করেন। ওই দিন আদালতের তার চার বছর বয়সী নূরজাহান নূরী ও তার সাত বছর বয়সী বড় বোন আকলিমা উপস্থিত ছিল। হাইকোর্টের আদেশের ফলে নূরীর মা হাফসার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
গত ৪ মার্চ মায়ের জামিন আবেদনের শুনানি থাকায় দাদির হাত ধরে হাইকোর্টে আসে চার বছর বয়সী নূরজাহান নূরী। ওই দিন শুনানি নিয়ে হাইকোর্ট ককটেল বিস্ফোরণের অভিযোগসংক্রান্ত ফুটেজ রাষ্ট্রপক্ষকে আদালতে দাখিল করতে বলেছেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে উপস্থিত হতে বলতে বলা হয়েছে।
এ মামলায় গ্রেফতারের পর গত বছরের ২৭ নভেম্বর থেকে কারাগারে আছেন হাফসা। এ মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে গত ২৫ ফেব্রুয়ারি তার জামিন আবেদন নামঞ্জুর হয়। এরপর তিনি জামিন চেয়ে রোববার হাইকোর্টে আবেদন করেন। সোমবার আবেদনটি শুনানির জন্য হাইকোর্টে ওঠে।


আরো সংবাদ



premium cement