তাপপ্রবাহের কারণে বিএনপির সমাবেশ স্থগিত
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ এপ্রিল ২০২৪, ০১:০৪
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী ২৬ এপ্রিল সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু জানান, নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় দক্ষিণ বিএনপির সব থানা, ওয়ার্ড নেতারা এবং ঢাকা মহানগর দক্ষিণের সব অঙ্গসংগঠনের নেতাদের এক যৌথসভায় সমাবেশের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়। তাপদাহ সহনীয় পর্যায়ে এলে সমাবেশ ও মিছিল কর্মসূচির পরবর্তী তারিখ ও সময়সূচি জানানো হবে।
যৌথ সভায় তাপদাহের কারণে জনজীবনে দুর্ভোগ মোকাবেলায় জনগণের পাশে থাকার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
এর আগে ২৬ এপ্রিল গত শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল মহানগর দক্ষিণ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে জানানো হয়েছিল।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজপথ উত্তপ্ত ছিল। নির্বাচনের পর বিএনপি সেভাবে রাজপথে বড় কর্মসূচি দেয়নি। রমজান মাসে নেতাকর্মীদের চাঙ্গা করতে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। পবিত্র ঈদুল ফিতরের পর ২৬ এপ্রিল সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা