০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের আঙুল হারালেন ড. আনু মুহাম্মদ

-

রাজধানীর খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে বাম পায়ের আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. আনু মুহাম্মদের। গতকাল (রোববার) বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দিনাজপুরের ফুলবাড়ী থেকে একতা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু অধ্যাপক তানজীম উদ্দিন খান বলেন, দিনাজপুরের ফুলবাড়ী থেকে একটি সম্মেলন শেষে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন ড. আনু মুহাম্মদ। খিলগাঁও রেলগেটে চলতি ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। এতে তার বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়ে। ডাান পায়ের পাতাও ক্ষতিগ্রস্ত হয়। এ দিকে দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ভিড় করছেন তার স্বজন ও শুভাকাক্সক্ষীরা। তারা আনু মুহাম্মদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ড. আনু মুহাম্মদের বাসা খিলগাঁও এলাকায়। খিলগাঁও ট্রেনের কোনো স্টেশন না থাকলেও সেখানে ট্রেন স্লো করে। সিগন্যাল না পেলে কখনো কখনো কিছু সময় দাঁড়িয়ে অপেক্ষাও করে। পরে সিগন্যাল পেলেই চলা শুরু করে। একতা এক্সপ্রেসের ট্রেনটিও সেখানে স্লো করে কিছু সময় দাঁড়িয়ে ছিল। ওই সময় আনু মুহাম্মদ ট্রেন থেকে নামার চেষ্টা করেন। ঠিক তখনই ট্রেন চলতে শুরু করলে তিনি পড়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে বাম পায়ের আঙুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মুহাম্মদকে হাসপাতালের নিয়ে আসা হয়েছে।


আরো সংবাদ



premium cement
‘প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে’ খাল ভরাট না করেই পূর্বাচলে হবে পাতাল মেট্রোরেলের কন্সট্রাকশন ইয়ার্ড ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি সায়েম ও সম্পাদক এনামুল ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার

সকল