১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানে পৃথক হামলায় কাস্টমসের ৭ কর্মকর্তা নিহত

-

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুুকধারীদের পৃথক হামলায় দেশটির কাস্টমসের অন্তত সাত কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার দেশটির সরকারি কর্মকর্তারা বন্দুকধারীদের হামলায় কাস্টমসের সাত কর্মকর্তার প্রাণহানির এ তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার প্রথম হামলার ঘটনা ঘটে। এরপর রোববার ওই এলাকায় কাস্টমস কর্মকর্তাদের গুলি চালিয়ে হত্যা করেছে বন্দুকধারীরা। পৃথক এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে দেশটির পুলিশ বলেছে, তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছে। রয়টার্স
আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। সীমান্ত এলাকায় বেশিরভাগ সময়ই পাকিস্তানের পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের ওপর হামলা হয়েছে। কয়েকটি হামলার দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)।
সীমান্ত লাগোয়া পাকিস্তানের জেলা পুলিশের ডেপুটি সুপার মুহাম্মদ আদনান বলেছেন, কাস্টমসের কর্মকর্তারা তল্লাশির জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। ব্যস্ততম এলাকার মহাসড়কে এই হামলার ঘটনা ঘটেছে। পরে ওই মহাসড়ক বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, তিন দিন আগে একই এলাকায় তল্লাশির সময় কাস্টমসের কর্মকর্তারা আক্রান্ত হন। এ সময় বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচ কর্মকর্তা নিহত হয়েছেন। গুলি চালানোর পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান হামলার ঘটনায় পাকিস্তানের সাথে আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত প্রশাসনের ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
পাকিস্তান বলেছে, জঙ্গিরা হামলা চালানোর জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করছে। এই ধরনের হামলা ঠেকাতে তালেবানকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি। গত মাসে আফগানিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসীদের একটি ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলার পর প্রতিবেশি দুই দেশের মাঝে তুমুল উত্তেজনা দেখা দেয়। তবে জঙ্গিদের আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেয়ার অভিযোগ অস্বীকার করেছে তালেবান। তারা বলেছে, পাকিস্তানের নিরাপত্তা সমস্যা ইসলামাবাদের অভ্যন্তরীণ বিষয়।
পাকিস্তান থেকে ৮০০ শরণার্থীকে আফগানিস্তানে ফেরত
এএনআই জানায়, আফগানিস্তানের ৮০০ শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। ৪৮ ঘণ্টায় ৮৩৭ শরণার্থীকে জোর করে নিজ দেশ আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৯০টি পরিবারের ৪৬৮ জন এবং ৬৭টি পরিবারের ৩৬৯ জন আফগান নাগরিক রয়েছেন। আফগানিস্তানের সংবাদমাধ্যম খামা প্রেস এ খবর জানায়।
খবরে বলা হয়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকা তোরখাম ও স্পিন বোলডাক দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। আফগানিস্তানের দ্য মিনিস্ট্রি অব রিফিউজিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যেসব আফগান নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে ১০ হাজার জনকে আন্তর্জাতিক ত্রাণ সংস্থার মাধ্যমে সহযোগিতা করা হয়েছে। এর মধ্যে আর্থিক সহযোগিতাও রয়েছে। তবে জানা গেছে, যাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে, তারা নিরাপদ আশ্রয়, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা থেকে বঞ্চিত রয়েছেন।


আরো সংবাদ



premium cement
সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট

সকল