নিখোঁজের ৮ দিন পর সুগন্ধা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
- ঝালকাঠি প্রতিনিধি
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
ঝালকাঠির নলছিটিতে চৈত্র সংক্রান্তিতে মা ও দাদীর সাথে সুগন্ধা নদীতে গঙ্গা স্নানে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র আদিত্য চক্রবর্তীর (৯) লাশ ৮ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে সুগন্ধা নদীর ষাইটপাকিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত ১৩ এপ্রিল দুপুরে শহরের কলবাড়ীসংলগ্ন সুগন্ধা নদীতে স্্েরাতে ভেসে নিখোঁজ হয় আদিত্য চক্রবর্তী।
স্থানীয়রা জানায়, শহরের বাতুরতলা এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে আদিত্য চক্রবর্তী দাদীকে সাথে নিয়ে তার মা মিতু চক্রবর্তীর সাথে গঙ্গা স্নানের জন্য সুগন্ধা নদীর তীরে যায়। তিনজনই একসাথে ¯œানে নামে। এ সময় তার মা ও দাদী স্নানে ব্যস্ত থাকায় আদিত্য নদীতে পড়ে যায়। দাদী তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি। নদীর স্্েরাত তাকে ভাসিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে বরিশাল থেকে ডুবুরি দল এসে নিখোঁজ আদিত্যের সন্ধানে সুগন্ধা নদীর ভিবিন্ন স্থানে তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পায়নি। নিখোঁজ আদিত্য চক্রবর্তী নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। শনিবার রাতে সুগন্ধা নদীর ষাইটপাকিয়া এলাকায় মাছ ধরতে নেমে কয়েকজন যুবক তার লাশ নদীতে ভাসতে দেখে পুলিশ ও আদিত্যের পরিবারকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। রাতেই আদিত্যকে নলছিটি পৌর শ্মশানে সমাহিত করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় আদিত্যের বাবা শিমুল চক্রবর্তী ও মা মিতু চক্রবর্তী। এ ঘটনায় নলছিটি শহরে শোকের ছায়া নেমে আসে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা