কাবা শরিফের ছবিসংবলিত জায়নামাজ বিক্রি বন্ধের আবেদন নিষ্পত্তির নির্দেশ
- নিজস্ব প্রতিবেদক
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
পবিত্র কাবা শরিফ, মসজিদে নববী, মসজিদুল আল আকসাসহ পবিত্র ও ধর্মীয় নিদর্শনের ছবি সংবলিত নামাজের মাদুর, নামাজের মুসল্লা ও জায়নামাজ উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রি বন্ধের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয় বরাবরে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো: ইলিয়াস আলী মণ্ডল ও শেখ ওমর শরিফ।
আদেশের বিষয়ে আইনজীবী মো: ইলিয়াস আলী মণ্ডল বলেন, মুসলমানদের পবিত্র ও ধর্মীয় নিদর্শনের ছবি সংবলিত জায়নামাজ, মাদুর, মুসল্লার উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রি বন্ধের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছিলাম। পরে একটি সম্পূরক আবেদন করেছিলাম। আজ ওই রিটের শুনানি শেষে আদালত বাণিজ্য মন্ত্রণালয়ে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
এর আগে গত বছরের ৯ অক্টোবর বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বরাবরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়।
ওই নোটিশের জবাব না পেয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়।
রিটে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও শিল্প মন্ত্রণালয়ের সচিবকে বিবাদি করা হয়।
ওই রিট চলমান থাকা অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি পবিত্র ও ধর্মীয় নিদর্শনের ছবি সংবলিত জায়নামাজ, মাদুর, মুসল্লার উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রি বন্ধের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আবেদন করা হয়।
পরে রিটের সাথে ওই আবেদন যুক্ত করে একটি সম্পূরক আবেদন করা হয়। গতকাল ওই রিটের শুনানি শেষে আদালত ৩০ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা