১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার প্রধান কারণ ইসরাইলি দখলদারিত্ব : তুরস্ক

-

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মধ্যপ্রাচ্যে যে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে তার অন্যতম প্রধান কারণ ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব। গতকাল শনিবার ইস্তাম্বুলে মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সাথে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন বলে জানিয়েছে ডেইলি সাবাহ। মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী এ মুহূর্তে তুরস্ক সফরে রয়েছেন। শনিবার তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এরপর উভয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সম্মেলনে গাজায় চলমান ইসরাইলি গণহত্যা ও অন্যান্য সমস্যা নিয়ে কথা বলেন তারা।
ফিদান বলেন, আমরা গাজায় মানবিক ত্রাণ সহায়তা প্রদানের জন্য আরো কী করা যেতে পারে এবং সঙ্ঘাত নিরসনে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘমেয়াদে কী করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেছি। শুকরি বলেন, ফিলিস্তিনি জনগণকে বাস্তুুচ্যুত করে ফিলিস্তিনি রাষ্ট্র ইস্যুকে নিষ্ক্রিয় করার যেকোনো প্রচেষ্টা আমাদের এড়ানো উচিত।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী শুকরি অবরুদ্ধ গাজার সীমান্তে ইসরাইলি ক্রসিংগুলো খোলার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তিনি বলেন, আমাদের দাবি, গাজার সাথে ছয়টি ইসরাইলি ক্রসিং রয়েছে, মানবিক ত্রাণ সহায়তার জন্য সেগুলো উন্মুক্ত করা হোক। গাজা সংঘাতের প্রেক্ষিতে ইসরাইল ও ইরানের মধ্যে যে সঙ্ঘাত শুরু হয়েছে তা বন্ধে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বানও জানান এ দুই পররাষ্ট্রমন্ত্রী। বহু বছরের ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসে সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে তেহরান ও তেল আবিব।


আরো সংবাদ



premium cement