১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ড্রিমলাইনারের বিষয়ে বোয়িংয়ের সাথে কথার নির্দেশ বিমানমন্ত্রীর

-

ড্রিমলাইনার-৭৮৭ মডেলের উড়োজাহাজের বিষয়ে বোয়িং কোম্পানির সাবেক প্রকৌশলীর পক্ষ থেকে উত্থাপিত কারিগরি ত্রুটির বিষয়ে প্রতিষ্ঠানটির সাথে দ্রুত কথা বলার জন্য বিমানের এমডিকে নির্দেশনা দিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
গতকাল (শনিবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিমের সাথে টেলিফোনে কথা বলার সময় তিনি এমন নির্দেশনা দেন। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমদের দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, মন্ত্রী বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা ড্রিমলাইনার উড়োজাহাজগুলো নতুন হওয়ায় আপাতত উত্থাপিত কারিগরি সমস্যা নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে ভবিষ্যতের কথা ভেবে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে কারিগরি বিষয়গুলো নিয়ে উড়োজাহাজ তৈরিকারী কোম্পানি বোয়িংয়ের সাথে দ্রুত কথা বলে বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন। কারণ বাংলাদেশ সরকার এবং বিমানের কাছে যাত্রীদের নিরাপত্তাই মুখ্য বিষয়।
এ সময় বিমানের এমডি জানান, কারিগরি ও মেইনটেন্যান্স সংক্রান্ত বিষয়ে বোয়িংয়ের সাথে বিমানের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। দ্রুতই এ বিষয়ে অধিকতর তথ্য জেনে মন্ত্রীকে অবহিত করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বর্তমানে বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীন থাকার এ সময়ে তিনি বাসা থেকেই নথি নিষ্পন্নসহ সব দাফতরিক কার্যক্রম পরিচালনা করছেন।


আরো সংবাদ



premium cement

সকল