১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মৃত্যু

-

রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে নেমে রহস্যজনকভাবে ডুবে যান পুলিশ কনস্টেবল মমিনুল ইসলাম। এর কিছু সময় পর তার লাশ ভেসে ওঠে।
বুধবার বিকাল ৪টার দিকে রাজারবাগ পুলিশ লাইনসের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। মমিনুল ইসলামের বাড়ি নওগাঁ জেলায়। ২০১৫ সালের নভেম্বরে তিনি পুলিশে যোগ দেন। তার একটি কন্যাসন্তান রয়েছে।
এ ঘটনার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলিশ সদস্য মমিনুল গোসলের উদ্দেশ্যে ঘাটে গিয়ে কিছুসময় দাঁড়িয়ে থাকেন। এ সময় দুজনকে দেখা যায় তার সাথে কথা বলতে এবং তারা পুকুর ঘাটের কাছেও আসেন। তারা মমিনুলের সাথেও কিছু কথা বলেন। তারপর মমিনুল পুকুরে ঝাঁপ দেন এবং ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ সাঁতার কাটতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যান ওই পুলিশ সদস্য।
এ সময় আরেক ব্যক্তিকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি পুকুরে নামেন গোসল করতে। সাঁতরে কিছু দূর গেলেই মমিনুলের লাশ ভেসে উঠতে দেখেন তিনি। তাৎক্ষণিক তিনি চিৎকার শুরু করেন এবং অন্যদের ডাক দেন। তার চিৎকারে অনেকেই সেখানে জড়ো হয়।
পুলিশ মমিনুলের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল লাশের পোষ্টমর্টেম সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মমিনুলের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ।

 


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল