কেএনএফ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে স্বাগত জানাব
- বান্দরবান প্রতিনিধি
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:২৪
বান্দরবান পরিদর্শনে গিয়ে র্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বলেছেন, স্বাধীন দেশে কোনো সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা থাকবে তা আমরা চাই না। কেএনএফ যদি চায় তারা আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তবে আমরা অবশ্যই তাদেরকে স্বাগত জানাবো। তবে সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত যৌথ অভিযান চলবে। গতকাল বুধবার বিকেলে বান্দরবানের রুমা উপজেলা কমপ্লেক্স ও সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত রুমা সোনালী ব্যাংক পরিদর্শনের পর তিনি বান্দরবান সার্কিট হাউজে গতকাল সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সাথে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন পুলিশ সুপার মো: সৈকত শাহীনসহ র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে র্যাব মহাপরিচালক বান্দরবান সার্কিট হাউজে স্থানীয় কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময়ে সবাই মিলিত হন। যৌথ অভিযানের পাশাপাশি আলোচনার পথ খোলা আছে উল্লেখ করে র্যাবের মহাপরিচালক আরো বলেন, অতীতে অনেক সশস্ত্র গোষ্ঠী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কেএনএফ যদি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তবে তাদের পুনর্বাসনের সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। অভিযানে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে মহাপরিচালক জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা