চিড়িয়াখানার বানর চুরি
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
লাইপজিশ চিড়িয়াখানা থেকে একটি বিরল প্রজাতির ছোট লেজওয়ালা বানর নিখোঁজ হয়েছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা বানরের খাঁচার ভেতর ঢুকে পড়েছিল। তারপর থেকেই বানরটি আর নেই। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।‘লায়ন টেলড ম্যাকাক’ ছোট লেজওয়ালা বানর বিশ্বের অন্যতম বিপন্ন প্রজাতি। জার্মানির পূর্বাঞ্চলের শহর লাইপজিশ চিড়িয়াখানা থেকে গত সপ্তাহে এমন একটি বানর চুরির ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা, শুরু হয়েছে তদন্ত।
ইস্টারের ছুটির দিনে প্রাণীদের থাকার নির্দিষ্ট জায়গা ও খাঁচার অংশগুলো পরীক্ষা করার সময়েই চিড়িয়াখানার কর্মীরা দেখেন বানরটি নেই। কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, রীতিমতো জোর করে খাঁচা ভাঙা হয়েছে, এবং সেই চিহ্ন স্পষ্ট। তাদের মতে, অজ্ঞাত ব্যক্তিরা ফাঁদ পেতে বানরটিকে চুরি করে।
চুরি যাওয়া নারী-বানরটির বয়স ১৫ বছর, নাম রুমা। লায়ন টেলড ম্যাকাক বানরদের লেজের আগা অনেকটা সিংহের লেজের মতো। এ বানরটির পাশেই বাস আরেকটি ১২ বছর বয়সী ম্যাকাক বানরের। তাকে চুরি না করা হলেও চিড়িয়াখানা কর্মীরা জানান, খাঁচা ভাঙায় বানরটির কোনো হেলদোল নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা