‘মুসলিম উম্মাহ দায় এড়াতে পারে না’
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
সামাজিক সংগঠন জাতীয় উলামা মুভমেন্টের উদ্যোগে কারা নির্যাতিত মজলুম আলেমদের সম্মানে গতকাল দোয়া ও ইফতার মাহফিল রাজধানীর মালিবাগ মোড়স্থ হোসাফ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। মুভমেন্টের আমির আবদুল্লাহ আল মাসউদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি এহতেশামুল হক সাখীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কারা নির্যাতিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
প্রধান আলোচক ছিলেন সদ্য কারামুক্ত আলেম মুফতি সৈয়দ ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব ডা: মাওলানা ইলিয়াস খান, লেখক গবেষক মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা এহসানুল হক, পীর ইয়ামেনীর খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আবদুল গাফফার, চৌধুরী নাসির আহমদ, মাওলানা মোর্শেদ সিদ্দিকী, উলামা মুভমেন্টের অর্থসচিব আহমদ আবদুল্লাহ মুসা, দফতর সচিব সাইফুল্লাহ শেখ, বান্দা ইমদাদুল্লাহ, জামীল সিদ্দিকী ও মুফতি আযীযুর রহমান প্রমুখ।
বক্তারা বিশ্ব সন্ত্রাসী জায়নবাদী ইহুদি কর্তৃক গাজায় নির্বিচারে মুসলিম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মানবতার বিরুদ্ধে ইসরাইলের নির্লজ্জ আগ্রাসন নিরীহ মুসলমানদের হত্যা, নিপীড়ন ক্ষমার অযোগ্য। মানব সভ্যতা আজ গাজাবাসীর সামনে লজ্জিত, জাতিসঙ্ঘসহ সারা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মানবতার বিরুদ্ধে পৈশাচিক বর্বরতা চালিয়ে আসছে। মুসলমানদের ৫৭টি রাষ্ট্র বিশেষ করে আরব রাষ্ট্রগুলো নির্বিকার নীরব দর্শক। গাজাবাসীর সমানে গোটা দুনিয়ার মুখ দেখানোর জায়গা নেই, মজলুম গাজাবাসীর জন্য কেউ কিছু করতে পারেনি। মুসলিম উম্মাহ এর দায় এড়াতে পারে না।
ইফতার মাহফিল থেকে নির্দোষ আলেম উলামাদেরকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা