উপহারের পরিবর্তে ভোট
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৫ এপ্রিল ২০২৪, ০১:০৭
বিয়ের কার্ডে অতিথিদের কোনো ‘উপহার’ না আনার অনুরোধ করেছেন বরের বাবা। আজকাল অনেক কার্ডেই এ ধরনের অনুরোধ থাকে। অনেকে আবার আমন্ত্রণের সময়ে সৌজন্যের খাতিরে মুখেও বলে দেন, উপহার না আনার কথা। কিন্তু ভারতের তেলেঙ্গানার এক বিয়ের কার্ডে অন্য চিত্র দেখা গেছে। সেখানে বরের বাবা উপহার না আনতে বলে অন্য জিনিস চেয়েছেন অতিথিদের কাছ থেকে। সবাইকে বিজেপির চিহ্নে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
তেলঙ্গানার সঙ্গারেড্ডী এলাকার ঘটনা। সাই কুমার এবং মহিমা রানির বিয়ের কার্ডের ছবি ভাইরাল হয়ে গেছে। তাতে বরের বাবা লিখেছেন, ‘আমার ছেলের বিয়েতে আপনাদের আমন্ত্রণ রইল। দয়া করে কোনো উপহার বয়ে আনবেন না। শুধু আপনারা সবাই আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেবেন। তা হলেই হবে। ওটাই আমার ছেলের বিয়ের উপহার।’ বরের বাবার নাম ননিকান্তি নরসিংহালু। তিনি বিজেপি সমর্থক হিসেবে পরিচিত। ছেলের বিয়ের কার্ডেও দলের প্রতি এবং দলনেতা মোদীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি।
অনেকে বরের বাবার এমন অভিনব চাহিদা দেখে মজা পেয়েছেন। অনেকে আবার প্রশ্ন তুলেছেন কার্ডের ধরন নিয়ে। বিয়ের কার্ডকে কেন দলের প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে, বিরোধীরা সেই প্রশ্ন তুলেছেন। যা নিয়ে বিতর্ক থামছে না। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা