আত্মসমর্পণ করে জামিন পেলেন ট্রান্সকমের শীর্ষ ৩ নির্বাহী
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
রাজধানীর গুলশান থানায় দায়ের করা হত্যাসহ পৃথক চার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন। গতকাল বুধবার তারা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাদের জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন আবেদনের শুনানি করেন ঢাকা বারের সভাপতি আবদুর রহমান হাওলাদার। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
এ বিষয়ে আবদুর রহমান হাওলাদার বলেন, চার মামলায় তারা উচ্চ আদালতে নির্দেশে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তিনি আরো বলেন, যেহেতু উচ্চ আদালত আসামিদের নির্বিগ্নে দেশে ফেরার পর আত্মসমর্পণ করতে বলেছেন। সেখানে জামিন নামঞ্জুর করেনি, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের জামিন দিয়েছেন।
এর আগে গত ৩১ মার্চ ট্রান্সকম গ্রুপের শীর্ষ তিন নির্বাহীকে নির্বিঘ্নে দেশে ফেরার সুযোগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সাথে দেশে ফিরে ৭২ ঘণ্টার মধ্যে তাদের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিচারপতি মো: খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ট্রান্সকম গ্রুপের তিন কর্তার পক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম সুজন, মাহবুব আলী, শাহ মঞ্জুরুল হক ও মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
এর আগে গত ২২ মার্চ ট্রান্সকম গ্রুপের শীর্ষ তিন কর্তা যাতে নির্বিঘ্নে দেশে ফিরে ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে পারেন, তা নিশ্চিত করতে নির্দেশ দেন আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন।
আইনজীবীরা জানান, গত ২২ ফেব্রুয়ারি ট্রান্সকম গ্রুপের আট কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় তিনটি মামলা করেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের ছোট বোন শাযরেহ হক। ওই মামলায় ট্রান্সকম গ্রুপের পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তারা পরে আদালত থেকে জামিন পান।
এরপর গুলশান থানায় ২২ মার্চ আরেকটি মামলা করেন শাযরেহ হক। এতে ১১ জনকে আসামি করা হয়। এই মামলায় ৯ মাস আগে মারা যাওয়া তাদের ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। এসব মামলায় গতকাল ট্রান্সকম গ্রুপের তিন শীর্ষ কর্মকর্তা জামিন পান। অন্য আসামিরা আগে জামিন পেয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা