১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নিহত ৫

-


হবিগঞ্জে অবসরপ্রাপ্ত একজন সেনাসদস্যসহ কক্সবাজার, ময়মনসিংহ, মৌলভীবাজার ও রংপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী গরুবাজার মসজিদসংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হয়ছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চিরিঙ্গা স্টেশন থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশনে যাওয়ার পথে চকরিয়া উপজেলার বরইতলী গরুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিসুল হক (৩৫) অটোরিকশার যাত্রী তিনি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের লুটনি গ্রামের রহিমুল্লার ছেলে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মহাবুল হক ভুঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে আইনিপ্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের সখিপুর উপজেলায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় কাজিম উদ্দিন ওরফে নাহিদ (২২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত নাহিদ ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা গ্রামের রফিকুল ইসলাম দুদুর ছেলে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বড়চওনা-সখিপুর সড়কের বেলতলী নামক স্থানে।
স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী নাহিদ দেড় মাস আগে দেশে ফিরে একটি নতুন এফ জেড মোটরসাইকেল কিনেন। ঘটনার দিন সকালে নববিবাহিত স্ত্রী ও তার পরিবারের সদস্যদের ঈদের কেনাকাটা করার জন্য সস্ত্রীক মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের সখিপুর সদরে বাজার করতে যান। কেনাকাটা শেষে নাহিদ তার স্ত্রীকে অটোরিকশাযোগে বাড়িতে পাঠিয়ে নিজে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি বেলতলী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খান। তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর-মনতলা সড়কে রাজনগর নামক স্থানে বালু বোঝাই ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলী নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের মজিদ আলীর ছেলে।
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পৃথিমপাশা ইউনিয়নে গতকাল বুধবার সিএনজি অটোরিকশার ধাক্কায় মির্জা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত মির্জা বেগম ঝিলেরপাড় গ্রামের মৃত ইউছুব আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা রবিরবাজার আসছিল। পথে ঝিলেরপাড় নামক এলাকায় মির্জা বেগম সড়ক পারাপারের সময় দ্রুতগামী অটোরিকশাটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি আটক করা হয়েছে।

পীরগাছা (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের পীরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার তাম্বুলপুর বাজারসংলগ্ন জলপাইতল এলাকায় যাদব চন্দ্র রায়ের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম মিয়া (২৫) উপজেলার ছাওলা ইউনিয়নের ভক্তের বাজার এলাকার কাইয়ূম মুন্সীর ছেলে। আহত রফিকুল ইসলাম উপজেলার তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন রাশিয়া আবারো ইউক্রেনের বিরুদ্ধে 'ওরেশনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে পারে : যুক্তরাষ্ট্র অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই নিরাপত্তা স্মারক বাইডেনের

সকল