১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
হেলথ টিপস

লবণ পানির কুলকুচি

-


গলা ব্যথা হলেই বেশির ভাগ মানুষ গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করেন। এটি ঠাণ্ডা-সর্দি সারাতে বেশ কার্যকর। অনেকেই হয়তো জানেন না, কেবল ঠাণ্ডা লাগা দূর করতেই নয়, লবণ পানি দিয়ে কুলকুচি করার আরো অনেক উপকার আছে। বসন্তের মৌসুমে রোগবালাই ঠেকিয়ে রাখতে এই পদ্ধতি বেশি উপকারী। ঠাণ্ডা না লাগলেও দিনে অন্তত একবার কুলকুচি করলে আরো বেশ কিছু উপকারিতা পাওয়া যায়।
শরীরে পিএইচের ভারসাম্য ঠিক থাকে : গলায় থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে শরীরে এসিডের মাত্রা বাড়তে শুরু করে, যার প্রভাবে পিএইচের ভারসাম্য নষ্ট হয়। নিয়মিত লবণ পানি দিয়ে কুলকুচি করলে এই সমস্যা অনেকটা কমানো যায়। এতে এসিডের প্রভাব কমতে থাকে। ফলে পিএইচ ভারসাম্য ঠিক থাকে, যে কারণে গলায় উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে শুরু করে।
ফুসফুসে সংক্রমণের ঝুঁকি কমে : কেবল ঋতু পরিবর্তনের সময় নয়, দূষণের কারণেও ফুসফুসে সংক্রমণ হয়। দিনে তিন থেকে চারবার লবণ পানি দিয়ে কুলকুচি করলেই সংক্রমণ থেকে রক্ষা পেতে পারেন। একই সাথে নানা ধরনের ক্ষতিকর জীবাণুর কারণে ফুসফুসের ক্ষতির আশঙ্কাও কমে যায়।

টনসিলাইটিসের প্রকোপ কমবে : টনসিলের সমস্যা থাকলে নিয়মিত লবণ পানি দিয়ে গার্গল করার অভ্যাস করুন। ব্যাকটেরিয়া অথবা ভাইরাল সংক্রমণের কারণেই টনসিলে প্রদাহের মাত্রা বেড়ে যায়, ফলে যন্ত্রণা শুরু হয়। লবণ পানি দিয়ে কুলকুচি করলে জীবাণুগুলো ধ্বংস হয়। ফলে টনসিলাইটিসের প্রকোপ কমে।
মুখের দুর্গন্ধ দূর হয় : সাধারণত দু’টি কারণে মুখে দুর্গন্ধ হয়। মুখগহ্বরে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পেলে আর শরীরে পিএইচের ভারসাম্য নষ্ট হলে এই ধরনের সমস্যা বাড়ে। এই দুই ক্ষেত্রেই হালকা গরম পানি দিয়ে কুলকুচি করলে দারুণ কাজে আসে।
দাঁতের সমস্যা দূর হয় : নিয়মিত লবণ পানি দিয়ে কুলকুচি করলে দাঁতের ক্ষয় রোধ হয়। লবণে থাকা বিভিন্ন খনিজ দাঁতের জন্য বেশ উপকারী। নিয়মিত কুলকুচি করলে দাঁতের এনামেলের ক্ষতিও রোধ হয়। দাঁতের ব্যথা হলে তাৎক্ষণিক আরাম পেতে এই পদ্ধতি অনসুরণ করতে পারেন। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল