০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

২৭ মিনিটে অর্ধলক্ষ গাড়ির অর্ডার!

-

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় প্রবেশ করেছে চীনা স্মার্টফোন জায়ান্ট শাওমি। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি সে দেশের বিভিন্ন শো-রুমে তাদের প্রথম মডেল এসইউ৭ এর তিনটি ভার্সন প্রদর্শনের পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে অর্ডারও নেয়া শুরু করেছে।
শাওমি জানিয়েছে, এসইউ৭ এর জন্য অর্ডার নেয়া শুরু করার প্রথম ২৭ মিনিটে ৫০ হাজারেরও বেশি অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি। এ থেকে এটিই স্পষ্ট হচ্ছে যে চীনের বাজারে শুরুতেই ব্যাপক সফল প্রতিষ্ঠানটি। ফলে এসইউ৭ এর আন্তর্জাতিক বাজার তৈরি হওয়ার বিষয়ে এখন আগের চেয়ে আরো বেশি আশা করছে প্রতিষ্ঠানটি।

স্মার্টফোন বিক্রিতে বিশ্বব্যাপী শাওমির অবস্থান তৃতীয়। গ্লোবাল মার্কেটের ১২ ভাগ মার্কেট শেয়ার তাদের দখলে। বর্তমানে টেসলা ও বিআইডির মতো বৈদ্যুতিক গাড়ির বৃহত্তম কোম্পানিকে টক্কর দিতে তারা এ ব্যবসায় নেমেছে।
একটি স্ট্যান্ডার্ড এসইউ৭ মডেলের শাওমি গাড়ির দাম ২৯ হাজার ৮৭২ ডলার। আর এই মডেলের সর্বোচ্চ দামের গাড়ির দাম দুই লাখ ৯৯ হাজার ৯০০ ইউয়ান। অন্য দিকে টেসলার মডেল ৩ এর গাড়ির দাম চীনে দুই লাখ ৪৫ হাজার ৯০০ ইউয়ান। শাওমির এসইউ৭ মডেলের গাড়িটির মিনিমাম রেঞ্জ ৭০০ কিলোমিটার। যেখানে টেসলার মডেল ৩ এর রেঞ্জ ৫৬৭ কিলোমিটার। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement