০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বন্য হাতির আতঙ্ক

-

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বন্য হাতির উৎপাত বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা নামার পর পরই বন্য হাতির পাল লোকালয়ে অবস্থান নেয়ায় স্থানীয়দের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবির বলেন, গত সোমবার রাতভর বন্য হাতির দল কাপ্তাই বিদ্যুৎ ভবন এবং কাপ্তাই বক্স হাউজ এলাকায় অবস্থান নিলে বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঁশি বাজিয়ে হই হুল্লোড় করে হাতির পালকে তাড়ানোর চেষ্টা করছে স্থানীয় বাসিন্দারা।
কাপ্তাই রাইট ব্যাংক এলাকার বাসিন্দা ফারহানা আহমেদ পপি ও মিজানুর রহমান রাসেল বলেন, গত সোমবার ইফতারের পর নতুন বাজার যাওয়ার উদ্দেশে বের হলে বিদ্যুৎ ভবনের নিচে হাতির সম্মুখীন হই। পরে আমরা হই হুল্লোড় করে হাতি তাড়াই। বন্য হাতির ভয়ে আমাদের স্বাভাবিক জীবন চলাচল ব্যাহত হচ্ছে। কাপ্তাই প্রজেক্ট এলাকার বাসিন্দা সুবল দাশ বলেন, গত দু’দিন আগে চৌধুরী ছড়া নিচের বাজারে আমি বন্য হাতির সম্মুখীন হয়েছিলাম। সামান্যর জন্য প্রাণে বেঁচে যাই। কাপ্তাই পিডিবির স্টাফ বকুল জানান, সোমবার রাতে বিদ্যুৎ ভবনে ডিউটিরত অবস্থায় হাতির সম্মুখীন হই। পরে বিদ্যুৎ ভবনে অবস্থান নিয়ে প্রাণে রক্ষা পাই।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, বনে পর্যাপ্ত খাদ্য না থাকায় বন্য হাতি লোকালয়ে হানা দিচ্ছে। অপরিকল্পিতভাবে বন কেটে জুম চাষ ও গাছ কেটে বন উজাড় করায় হাতির আবাসস্থল ধ্বংস হচ্ছে। সবার উচিত হাতির আবাসস্থল যাতে ধ্বংস না হয় সে দিকে খেয়াল রাখা। কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন বলেন, সম্প্রতি কাপ্তাই বিদ্যুৎ এলাকার বক্স হাউজে আনসার ব্যারাক ও অফিসার কোয়াটারে আক্রমণ চালিয়ে লণ্ডভণ্ড করে দেয় বন্য হাতির দল।


আরো সংবাদ



premium cement