০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

মেহেরপুরে ২ সাইকেল আরোহীসহ নিহত ৩

-

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দু’জন সাইকেল আরোহী ও সিরাজগঞ্জে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের সলঙ্গায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ফরিদুল ইসলাম (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ফরিদুল ইসলাম সলঙ্গা থানার সুজাপুর গ্রামের মৃত নুরাল সরকারের ছেলে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল পুরাতন মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ জানান, ফরিদুল ইসলাম রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাক পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফরিদুল ইসলাম মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় দু’জন সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে নির্মাণাধীন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনের মধ্যে একজনের নাম হাসান আলী (১৯)। তিনি চাঁদবিল গ্রামের সবজি ব্যবসায়ী লিটন আলীর ছেলে এবং ছহিউদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে অনার্সে ভর্তির অপেক্ষায় ছিল সে। ট্রাকের চাকার নিচে পড়ে মাথা ও মুখমণ্ডল থেঁতলে যাওয়ায় অপরজনের পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। মেহেরপুর সদর থানার ওসি কনি মিয়া জানান, দু’জনের লাশ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। এছাড়া ট্রাক চালককে আটক ও আলামত হিসেবে বাইসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) আব্দুর করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল