১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনের নিরাপত্তা সংস্থার প্রধানকে হস্তান্তরের দাবি রাশিয়ার

-


রাশিয়ায় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকা সব মানুষকে ইউক্রেন থেকে হস্তান্তরের দাবি জানিয়েছে মস্কো। এসব সন্দেহভাজনের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউর প্রধানও আছেন। গত রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা জানিয়েছে। এসবিইউ তাৎক্ষণিকভাবে রাশিয়ার দাবিকে ‘অর্থহীন’ উল্লেখ করে নাকচ করে দিয়েছে। রয়টার্স
এসবিইউ বলেছে, রুশ নেতা ভøাদিমির পুতিনের বিরুদ্ধে যে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি আছে, তা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভুলে গেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর রাশিয়ায় যেসব সহিংস ঘটনা ঘটেছে, তা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে বোমা হামলায় জাতীয়তাবাদী নেতার মেয়ে এবং যুদ্ধবিষয়ক এক ব্লগারের মৃত্যু। এ ছাড়া এক লেখক গুরুতর আহত হওয়ার খবরটিও উল্লেখ করা হয়েছে।
রুশ মন্ত্রণালয় বলছে, এসব ঘটনার তদন্ত করে দেখা গেছে, এসব ঘটনার সাথে ইউক্রেনের সম্পৃক্ততা আছে। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এসব ব্যক্তির সবাইকে অবিলম্বে গ্রেফতার এবং প্রত্যর্পণের জন্য রাশিয়া ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, কিয়েভ সরকার যেন অবিলম্বে সন্ত্রাসী কার্যকলাপের প্রতি সব সমর্থন বন্ধ করে, দোষীদের প্রত্যর্পণ করে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়।
রাশিয়া যাদের হস্তান্তরের দাবি জানিয়েছে, তাদের মধ্যে আছেন এসবিইউর প্রধান ভাসিল মালিউক। তিনি স্বীকার করেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে যত হামলা হয়েছে, তার পেছনে তার নিরাপত্তা সংস্থার হাত আছে। ২০১৪ সালে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। অঞ্চলটিকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার পর সেতুটি নির্মাণ করা হয়েছে।

মস্কোতে হামলায় ইউক্রেনের সম্পৃক্ততা পাওয়ার দাবি রাশিয়ার
তাস ও আরটি জানায়, মস্কোর ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলাসহ রাশিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে ইউক্রেনের ‘সম্পৃক্ততা’র প্রমাণ পাওয়ার দাবি করেছেন রুশ তদন্তকারীরা। বিশেষ করে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার প্রধান ভ্যাসিলি মালিয়ুকসহ সন্ত্রাসবাদের সন্দেহভাজন প্রত্যেককে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। মস্কো ইউক্রেনের কাছে দাবি জানিয়েছে, ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে রাশিয়ার কাছে হস্তান্তর করুক কিয়েভ। সেই সাথে সন্ত্রাসী কার্যক্রমে ইউক্রেনের সমর্থন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২২ মার্চ মস্কোর ক্রোকাস সিটি হলে রক্তাক্ত সন্ত্রাসী হামলা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিল। সাম্প্রতিক সময়ে এটিই আমাদের দেশে প্রথম সন্ত্রাসী হামলা নয়। রুশ দক্ষ সংস্থাগুলোর তদন্তে এসব অপরাধে ইউক্রেনের ‘মদদ’ উন্মোচিত হয়েছে।
মন্ত্রণালয় আরো বলছে, আমরা সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসবাদের অর্থায়ন দমনের জন্য আন্তর্জাতিক কনভেনশনের অধীনে হামলায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার ও হস্তান্তরের জন্য ইউক্রেন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। তাদের মধ্যে সিকিউরিটি সার্ভিসের প্রধান ভ্যাসিলি মালিয়ুক রয়েছেন, যিনি ২৫ মার্চ স্বীকার করেছেন- ইউক্রেন ২০২২ সালের অক্টোবরে ক্রিমিয়ান সেতুতে হামলা চালিয়েছিল। এই ব্যক্তি রাশিয়ায় অন্যান্য সন্ত্রাসী হামলার বিবরণও প্রকাশ করেছিল।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা

সকল